"আমাকে ভুল বোঝা হচ্ছে"

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১৬:৪৭

আপডেট: ১৮ আগস্ট, ২০২৫ ২০:৩৫

শেয়ার

নিজের পক্ষে সাফাই গাইলেন অশ্বিন। ছবি: সংগৃহীত।

গত আইপিএলের মাঝপথে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে সেই চুক্তি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয় সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের এক মন্তব্যের পর। অশ্বিন বলেছিলেন, ব্রেভিসকে দলে টানতে অন্যদের চেয়ে বেশি অর্থ ব্যয় করেছিল চেন্নাই। এরপর থেকেই নানা মহলে অভিযোগ ওঠে, নিয়ম ভেঙেছে আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি।

 

বিতর্কের সূত্রপাত হলেও এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন অশ্বিন। তিনি দাবি করেছেন, তার মন্তব্য আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিজস্ব ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় অভিজ্ঞ অফ স্পিনার বলেন, “আমি পুরোনো ভিডিওতে ব্রেভিসের ব্যাটিং নিয়ে কথা বলতে চেয়েছিলাম। কত টাকায় নেওয়া হয়েছে, সেটা আলোচনায় আনার উদ্দেশ্য ছিল না। আইপিএলে খেলা প্রত্যেক ক্রিকেটারের চুক্তি বিষয়ক তথ্য গভর্নিং কাউন্সিল জানে। যদি কোনো অনিয়ম হতো তবে তা প্রকাশ্যে আসত। আমি চেন্নাইকে অভিযুক্ত করতে চাইনি। আমাকে ভুল বোঝা হচ্ছে।”

 

অশ্বিনের দাবি, চেন্নাই বরং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ব্রেভিসকে দলে টেনে। তিনি বলেন, “চোটের কারণে বিকল্প ক্রিকেটার নেওয়া আইপিএলে খুব সাধারণ ঘটনা। চেন্নাই সেটাই করেছে। তবে এটাও মানতে হবে, ব্রেভিস দুর্দান্ত প্রতিভা। ভবিষ্যতে সে চেন্নাইয়ের অন্যতম বড় সম্পদ হয়ে উঠতে পারে।”

 

এর আগে নিজের ভিডিওতে অশ্বিন জানিয়েছিলেন, ব্রেভিসকে নেওয়ার জন্য অন্তত তিন-চারটি দল আগ্রহ দেখিয়েছিল। তবে তারা সবাই ন্যূনতম ৭৫ লাখ রুপির বেশি দিতে রাজি হয়নি। চেন্নাই সে সীমা ছাড়িয়ে প্রস্তাব দেওয়ায় ব্রেভিসকে দলে টানতে সক্ষম হয় মহেন্দ্র সিং ধোনিদের ফ্র্যাঞ্চাইজি। এ মন্তব্যের পরই জোরালো সমালোচনায় নামেন অনেক সমর্থক ও ক্রিকেট বিশ্লেষক। অভিযোগ ওঠে, চেন্নাই আইপিএলের নীতি ভেঙেছে।

 

বিতর্ক বাড়তে থাকায় এবার মুখ খুলেছে চেন্নাই সুপার কিংসও। এক বিবৃতিতে তারা জানায়, “চেন্নাই স্পষ্ট করতে চাইছে যে বিকল্প ক্রিকেটারের সঙ্গে চুক্তি করানো নিয়ে আইপিএলের সব নিয়মই মানা হয়েছে। ব্রেভিসকে সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হয়েছে।”