ক্রিকেটে যোগ হচ্ছে বদলির নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১৩:৫৩

আপডেট: ১৭ আগস্ট, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

ক্রিকেটে যোগ হচ্ছে বদলির নতুন নিয়ম
গুরুতর চোটে খেলোয়াড় বদলির নতুন আইন আসছে। ছবি: সংগৃহীত।

ক্রিকেট মাঠে হঠাৎ কোনো খেলোয়াড় গুরুতর চোটে পড়লেই খেলার ভারসাম্য নষ্ট হয়ে যায়। একজন কম নিয়ে লড়তে হয় দলকে। এই দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতি ঠেকাতেই নতুন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চালু হতে যাচ্ছে একেবারে নতুন নিয়ম, ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট’।

 

তবে আপাতত এই নিয়ম সব ম্যাচে নয়, সীমিত পরিসরেই কার্যকর হচ্ছে। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের একাধিক দিনের ম্যাচগুলোতেই পরীক্ষামূলকভাবে ব্যবহার হবে এই বদলি। ফলে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হওয়া চারদিনের দিলীপ ট্রফি দিয়েই নিয়মের অভিষেক হতে যাচ্ছে। একইভাবে রঞ্জি ট্রফিতেও এটি কার্যকর হবে।

 

নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে যদি কোনো খেলোয়াড় বহিঃস্থ গুরুতর চোট পান, তাহলেই কেবল তার পরিবর্তে নামানো যাবে নতুন ক্রিকেটারকে। অর্থাৎ হ্যামস্ট্রিং টান, ক্র্যাম্প বা স্ট্রেইনের মতো অভ্যন্তরীণ সমস্যায় বদলি নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ, কোনো খেলোয়াড়ের হাড়ে চিড় ধরা বা বড় ধরনের কেটে যাওয়ার মতো ইনজুরিতেই কার্যকর হবে বদলি।

 

এক্ষেত্রে অবশ্যই ম্যাচ রেফারির অনুমোদন লাগবে। চোটের গভীরতা প্রমাণ করতে সংশ্লিষ্ট দলের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বদলি ক্রিকেটারকে হতে হবে ‘লাইক-ফর-লাইক’। অর্থাৎ ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার কিংবা অলরাউন্ডারের বদলি অলরাউন্ডারই হতে হবে। স্কোয়াডের ভেতরে এমন খেলোয়াড় থাকলেই তাকে কাজে লাগানো যাবে।

 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কেবল কনকাশন ও কোভিড আক্রান্তের ক্ষেত্রে বদলি খেলোয়াড় নামানোর অনুমতি রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজে কিছু দৃশ্য নতুন করে ভাবতে বাধ্য করেছে ক্রিকেট কর্তাদের। ওই সিরিজে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নেমেছিলেন রিশভ পান্ত। একই সিরিজে এক হাত প্লাস্টারে ঝুলিয়ে আরেক হাতে ব্যাট ধরেছিলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। এমন অবস্থায় খেলোয়াড়দের ঝুঁকি নেওয়ার বিষয়টি তীব্র আলোচনার জন্ম দেয়।

 

ভারতের কোচ গৌতম গম্ভীর তখন সরাসরি বলেছিলেন, গুরুতর ইনজুরির বদলি ক্রিকেটে জরুরি। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মত দেন উল্টো দিকে, তার মতে এটি ক্রিকেটের ভারসাম্য নষ্ট করতে পারে। ঠিক এই প্রেক্ষাপটেই বিসিসিআইর সভায় নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত হয়।

 

আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে এখনও বিতর্ক চলমান। তবে গত জুনে আইসিসি ঘোষণা দেয়, সদস্য দেশগুলো চাইলে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করতে পারবে। সেই সুযোগ কাজে লাগিয়েই ভারতীয় বোর্ড নতুন মৌসুমে দিলীপ ট্রফি দিয়ে সূচনা করছে পরীক্ষার।