ভিউ বাণিজ্যের জন্য কত নিচে নামবেন–হৃদয়ের প্রশ্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১৯:১২

শেয়ার

ভিউ বাণিজ্যের জন্য কত নিচে নামবেন–হৃদয়ের প্রশ্ন
ভুয়া সংবাদে বিরক্ত তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি শিবির চলছে মিরপুরে। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ইতিমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন। তবে ব্যাটার তাওহীদ হৃদয় এখনো ক্যাম্পে নেই। কারণটা ক্রিকেটীয় নয়, পুরোপুরি ব্যক্তিগত।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কিছু গুঞ্জন ছড়িয়ে, হৃদয় হয়তো এখনো বিদেশে আছেন  কেউ বলছে ইংল্যান্ডে, কেউ বলছে তুরস্কে। এসব খবরের জবাবে বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিস্তারিত জানান তিনি।

 

পোস্টে হৃদয় লেখেন, “বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন আগে। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে ছুটোছুটি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক…সেটা যাচাইয়ের জন্য এত ফোন…”

 

তিনি আরও যোগ করেন, “ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমি একজন মানুষ। আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে, মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই পরিষ্কার করলাম।”

 

এমন ব্যক্তিগত পরিস্থিতিতেও গুজবের জন্ম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই তরুণ ব্যাটার। হৃদয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেট মাঠে যতই ব্যস্ত থাকুন না কেন, পারিবারিক সংকটে তাকে একজন সাধারণ মানুষের মতোই দেখতে হবে।

 

জাতীয় দলের হয়ে ২০২৩ সালে অভিষেকের পর থেকেই তাওহীদ হৃদয় ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা পাকা করে নিয়েছেন। তবে সাম্প্রতিক বিরতিতে তিনি পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নেন। এই সময়ে তার অনুপস্থিতি নিয়ে অনলাইনে যে সব গুজব ছড়ায়, তা তার ব্যক্তিগত গোপনীয়তা ও সংবেদনশীল পরিস্থিতির প্রতি অসম্মান বলেই মনে করছেন অনেক ভক্ত।

 

মায়ের অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে হৃদয়ের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য সমর্থক। কেউ লিখেছেন, “ক্রিকেট সাময়িক, পরিবার চিরস্থায়ী”, কেউ আবার গুজব ছড়ানো থামাতে সবাইকে আহ্বান জানিয়েছেন।

 

এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি বাকি নেই। প্রস্তুতি ক্যাম্পে কবে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, পরিবারের বিষয় মিটিয়ে শিগগিরই অনুশীলনে ফিরবেন তিনি।

 

বাংলাদেশ দলে তার মতো তরুণ ও নির্ভরযোগ্য ব্যাটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে তার মনোযোগ মাঠে নয়, মায়ের সুস্থতার দিকে। আর গুজব রটনাকারীদের উদ্দেশে তার প্রশ্ন, “ভিউ বাণিজ্যের জন্য কত নিচে নামবেন?”