বিশাল সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগোলেন ডেভাল্ড ব্রেভিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৫:৪৭

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৫:৫১

শেয়ার

বিশাল সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগোলেন ডেভাল্ড ব্রেভিস
ব্রেভিসের সেঞ্চুরি ঝড়ের হাওয়া লেগেছে র‍্যাঙ্কিং-এও। ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে এক লাফে র‍্যাঙ্কিংয়ে সাড়া ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেভাল্ড ব্রেভিস। মাত্র এক ম্যাচ আগেও ১০১তম স্থানে থাকা এই প্রতিভাবান ব্যাটার এক লাফে এখন অবস্থান করছেন ২১তম স্থানে।

 

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২ রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচে ব্রেভিসের ব্যাট যেন অগ্নিগর্ভ। ৫৬ বলে অপরাজিত ১২৫ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকান ১২টি চার ও ৮টি ছক্কা। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে গড়েন রেকর্ড, সাথে নিজের নাম লেখান দেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায়।

 

প্রোটিয়া শিবিরে শুধু ব্রেভিসই নন, উন্নতি করেছেন আরও কয়েকজন। রায়ান রিকেলটন ৪৫ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৮১তম স্থানে, আর ত্রিস্টান স্টাবস এগিয়েছেন ১২ ধাপ, এখন তার অবস্থান ২৭তম।

 

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় আরও পরিবর্তন এসেছে। ব্যর্থতার কারণে ট্রাভিস হেড নেমে গেছেন দুই ধাপ, এখন তিনি চারে। ফলে ভারতের তিলক বার্মা উঠে গেছেন দুইয়ে, ইংল্যান্ডের ফিল সল্ট উঠে এসেছেন তিনে। ক্যারিয়ারের সেরা রেটিং নিয়ে টিম ডেভিড ছয় ধাপ এগিয়ে দশম স্থানে, যশস্বী জয়সওয়াল নেমে গেছেন ১১তম স্থানে। ক্যামেরন গ্রিনও উন্নতি করেছেন ছয় ধাপ, অবস্থান ১৭তম।

 

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন তাওহীদ হৃদয়, ৪২তম স্থানে। এরপর তানজিদ হাসান তামিম (৪৪তম), অধিনায়ক লিটন দাস (৪৯তম) ও জাকের আলী (৫৯তম)।