শিরোনাম
.jpg)
সাবেকদের নিয়ে লেজেন্ডস লিগে খেলার ব্যাপারে আশাবাদী ইমরুল কায়েস। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক সাবেক খেলোয়াড় যেখানে কোচিং, ধারাভাষ্য বা প্রশাসনে নিজেকে ব্যস্ত রাখেন, সেখানে নতুন এক ধারা গড়ে উঠেছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো। বিশ্বের নানা প্রান্তে এখন সাবেক তারকারাও আবার ব্যাট-বল হাতে নামছেন, যেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ কিংবা নতুন করে শুরু হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস এই মঞ্চগুলোতে খেলেছেন শহীদ আফ্রিদি, যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো তারকারা। তবে এই তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব খুব একটা দেখা যায়নি। আব্দুর রাজ্জাক সর্বশেষ রোড সেফটি সিরিজে খেলেছেন, তার আগে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে একবার দল গিয়েছিল। গুঞ্জন থাকলেও মাশরাফি বিন মুর্তজা খেলেননি।
এবার সেই শূন্যতা পূরণের আশা দেখালেন ইমরুল কায়েস। সাবেক এই টাইগার ওপেনারের দাবি, বাংলাদেশের সাবেক তারকাদের নিয়ে লেজেন্ডস টুর্নামেন্টে খেলার আলোচনা চলছে। যদিও সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারেননি, তবে কমিটি নাকি বেশ আগ্রহী।
ইমরুলের কথায়, “ইনশাআল্লাহ, হয়তো শিগগিরই দেখবেন। ইংল্যান্ডে প্রচুর বাঙালি দর্শক আছেন, তাই দল গঠনের বিষয়ে কথা হচ্ছে। সাকিব তো অবসর নেয়নি, তাই সে খেলবে কি না বলা কঠিন। তবে তামিম, আমি, মুশফিক, রিয়াদ যদি সবাই মিলে খেলতে পারি, তাহলে সেটাই হবে বাংলাদেশের সেরা দল।”
বর্তমানে ক্রিকেটের পাশাপাশি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন ইমরুল। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন, সেখানেই ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছেন। যদিও দেশের ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বিপিএলে খেলবেন বলে জানিয়েছেন।
“অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছি কিছুদিন আগে, শিগগিরই আবার যাব। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দেশের ক্রিকেটে সম্পৃক্ততা কমে গেছে। এনসিএল টি-টোয়েন্টি হয়তো খেলব না, কারণ ৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ আছে,” বলেন ইমরুল।
যদিও সময় ও পরিস্থিতি ঠিক করে দেবে বাংলাদেশি সাবেকদের লেজেন্ডস মঞ্চে ফেরা হবে কি না, তবে ইমরুলের স্বপ্ন স্পষ্ট একটা ‘রানিং’ দল গঠন করে ইংল্যান্ডের দর্শকদের সামনে আবারও লাল-সবুজের গর্ব ছড়িয়ে দেওয়া।
আরও পড়ুন: