কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টির শীর্ষ পাঁচে ওয়ার্নার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৭:৫৭

শেয়ার

কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টির শীর্ষ পাঁচে ওয়ার্নার
কোহলিকে টপকে টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচে ওয়ার্নার। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের ধার কমেনি। এখন তিনি মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ, আর সেই সুবাদেই গড়েছেন টি-টোয়েন্টির আরেকটি মাইলফলক। ইংলিশ ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেড-এ মঙ্গলবার (১২ আগস্ট) দুর্দান্ত ইনিংস খেলে তিনি পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন পঞ্চম স্থানে, পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে।

 

ওইদিন ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের হয়ে ৫১ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলেন বাঁহাতি এই অজি ওপেনার। ইনিংসে আসে ১২টি চার ও একটি ছক্কা। এর ফলে ৪১৯ টি-টোয়েন্টি ম্যাচে ওয়ার্নারের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩,৫৪৫ রান, গড় ৩৬.৮০ এবং স্ট্রাইকরেট ১৪০.৪৫। এতদিন সমান অবস্থানে থাকা কোহলিকে (৪১৪ ম্যাচে ১৩,৫৪৩ রান) মাত্র দুই রানে ছাড়িয়ে যান তিনি।

 

টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল,  ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন তিনি। এরপর রয়েছেন কাইরন পোলার্ড (৭০৭ ম্যাচে ১৩,৮৫৪ রান), অ্যালেক্স হেলস (৫০৩ ম্যাচে ১৩,৮১৪ রান) ও শোয়েব মালিক (৫৫৭ ম্যাচে ১৩,৫৭১ রান)।

 

তবে ব্যক্তিগত এই অর্জন সত্ত্বেও দলকে জিতাতে পারেননি ওয়ার্নার। ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় লন্ডন স্পিরিট ১০০ বলে শেষ করে ৬ উইকেটে ১৫৩ রানে থামে। ওয়ার্নারের ৭১ রানের বাইরে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি অন্য ব্যাটাররা। কেইন উইলিয়ামসন ও জেমি ওভারটন সমান ১৯ রান করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হন। ম্যানচেস্টারের হয়ে জশ টাং ৩ উইকেট নেন।

 

এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ম্যানচেস্টার অরিজিনালস ১০০ বলে ৬ উইকেটে তোলে ১৬৩ রান। ওপেনার জশ বাটলার করেন ৪৬, ফিল সল্ট ৩১ এবং বেন ম্যাককিনি ২৯ রান। লন্ডনের হয়ে ওলি স্টোন ও জেমি ওভারটন সমান ২টি করে উইকেট পান।

 

যদিও ফলাফলের হিসেবে দিনটি লন্ডন স্পিরিটের জন্য হতাশার, তবু ওয়ার্নারের ব্যক্তিগত অর্জন তার ক্যারিয়ারের আরেকটি গৌরবময় অধ্যায় হয়ে থাকল। এই ধারাবাহিকতা বজায় থাকলে, টি-টোয়েন্টির ইতিহাসে আরও ওপরে ওঠা কেবল সময়ের অপেক্ষা।