শিরোনাম

সাদা পাথর লুটেরাদের থামাতে সোচ্চার রুবেল হোসেন। ছবি: সংগৃহীত।
অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকা হারাচ্ছে তার আগের রূপ। পাথরখেকোদের অবাধ লুটপাটে এখন সেখানে পাথর পাওয়াই দায়। এ পরিস্থিতিতে পাথর লুটপাট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে সাদা পাথরে ঘুরতে যাওয়ার একটি ছবি শেয়ার করে রুবেল লিখেছেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’
গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোলাগঞ্জের সাদা পাথরের বর্তমান অবস্থার নানা ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রটি করুণ অবস্থায় নেমে এসেছে। পর্যটক ও পরিবেশপ্রেমীরা ন্যাক্কারজনক এ কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় রুবেলের এই বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় সূত্র বলছে, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চলছে এ লুটপাট। অনেকেই আঙুল তুলেছেন বিএনপি ও যুবদল নেতাদের দিকে। অভিযোগ উঠেছে, অন্য দলের নেতাকর্মীরাও এতে সম্পৃক্ত। ইতিমধ্যে বিএনপি যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এসেছে, তাদের সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করেছে। তবে পাথরখেকোদের দৌরাত্ম্য থামেনি।
পাথর লুটপাটের ফলে এই এলাকার পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, এ অবস্থা অব্যাহত থাকলে দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন স্পট ‘সাদা পাথর’ বিলীন হয়ে যেতে পারে। শুধু পর্যটন খাত নয়, সরকারের রাজস্ব আয়েও বড় ধাক্কা লাগবে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১০৪টি ওয়ানডে, ২৭টি টেস্ট ও ২৮টি টি-টোয়েন্টি খেলা রুবেল হোসেন ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এরপর থেকে জাতীয় দলে ফেরার সুযোগ না পেলেও সামাজিক ও পরিবেশ সচেতনতার নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।
সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। পর্যটক ও স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত কঠোর আইন প্রয়োগ ছাড়া সাদা পাথর রক্ষা সম্ভব নয়।
আরও পড়ুন: