শিরোনাম

রাজশাহীতে বিপিএল নিয়ে ক্রীড়া উপদেষ্টার আশাবাদ। ছবি: সংগৃহীত।
বিপিএল টুর্নামেন্টের ভেন্যু বিকেন্দ্রীকরণের পরিকল্পনায় রাজশাহীকে এক বিশেষ স্থান দিয়েছে কর্তৃপক্ষ। শুধু রাজশাহীতেই নয়, খুলনা ও বরিশালেও বিপিএল আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে বিসিবি( বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ও এনএসসি(ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল)।
এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, “আমাদের দেশের তিনটি প্রধান স্টেডিয়ামে নিয়মিত আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ হয়। কিন্তু আমরা চাই ক্রিকেটকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে। সেই লক্ষ্যেই উত্তরবঙ্গের রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের বরিশাল, খুলনাতেও বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
রাজশাহী স্টেডিয়াম নিয়ে করণীয় সম্পর্কে তিনি আরও জানান, “রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনের জন্য ১৬টি প্র্যাকটিস পিচ নির্মাণ, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাইলন নেট স্থাপনের জন্য বাজেট অনুমোদন করা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।”
ক্রিকেটকে শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দিতে চায় বিসিবি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরেও ক্রিকেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এই প্রচেষ্টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও বিসিবিকে সমর্থন দিয়ে যাচ্ছে।
রাজশাহী ক্রিকেট ভক্তদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে এক আশার বার্তা। দীর্ঘদিন ধরে তারা বিপিএলের ম্যাচ দেখতে চাইলেও এখন পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।
এ বিষয়ে স্থানীয় অনেক ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরাও ইতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের মতে, বিপিএলের মতো উচ্চমাত্রার টুর্নামেন্ট রাজশাহী মাঠে আয়োজিত হলে, এখানকার ক্রিকেট উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।
বিপিএল আয়োজনের পাশাপাশি স্থানীয় ক্রিকেটার ও যুবপ্রজন্মের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। যেসব জেলা এখনো বড় ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি, তাদের জন্যও এটি অনুকূল উদাহরণ হয়ে উঠবে।
পরিকল্পনা বাস্তবায়নে এনএসসি’র কাজ শুরু হলে রাজশাহী স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ভেন্যুতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তন শুধু বিপিএল সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও রাজশাহী মাঠের গুরুত্ব বাড়বে।
তাই, আগামী বছর থেকে রাজশাহী থেকে বিপিএল খেলা শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে উত্তরের ক্রিকেটপ্রেমীদের মুখে ইতিমধ্যে হাসি ফুটেছে।
আরও পড়ুন: