শিরোনাম

সাপোর্ট বোলার নয়, ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব এখন সিরাজের হাতে বলে মনে করেন ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত।
ভারতের ইংল্যান্ড সফরের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২০২৫ শেষ হয়েছে নাটকীয়তায়, আর সেই গল্পের কেন্দ্রে ছিলেন মোহাম্মদ সিরাজ। পাঁচ ম্যাচের সিরিজে ২৩ উইকেট শিকার করে শীর্ষে থাকা এই পেসার শুধু পরিসংখ্যান নয়, মন জয় করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামেরও।
লন্ডনের দ্য ওভালে শেষ টেস্টে ভারতের মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরাজ। ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার সিরিজজুড়ে বল করেছেন প্রায় ১৮৬ ওভার। যেখানে ছিল দুইটি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। সিরিজের গড় দাঁড়িয়েছে ২৪.৩০, যা ইংল্যান্ডের কন্ডিশনে এশীয় বোলারদের জন্য এক নতুন মানদণ্ড।
সিরিজে মাত্র তিন ম্যাচ খেলেছেন জাসপ্রিত বুমরাহ। ফলে আক্রমণ পরিচালনার দায়িত্ব প্রায় এককভাবে কাঁধে তুলে নেন সিরাজ। ওয়াসিম আকরামের চোখে এই রূপান্তরটাই সবচেয়ে বড় প্রাপ্তি। টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি কিংবদন্তি বলেন,
“সে আর শুধু সাপোর্ট বোলার নয়। আক্রমণের নেতা হয়ে উঠেছে। উইকেট পড়ুক বা ক্যাচ মিস হোক, সে ফোকাস হারায় না এটাই লড়াকুর পরিচয়।”
দ্য ওভালের শেষ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ মিস হলেও মনোযোগ হারাননি সিরাজ। বরং পরের স্পেলেই ইংলিশ ব্যাটিং লাইনআপ গুটিয়ে দেন, তুলে নেন নয় উইকেটের ম্যাচ ফিগার। এই দৃঢ়তা ও শারীরিক সহনশীলতাকেই সাফল্যের মূল চাবিকাঠি বলছেন আকরাম।
ভারত-ইংল্যান্ড টেস্ট লড়াইয়ে সাম্প্রতিক বছরগুলোতে পেসারদের দাপট স্পষ্ট। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে সিরাজও নিজের নাম তুলেছেন সেরাদের তালিকায়। বিশেষজ্ঞদের মতে, ওয়াসিম আকরামের প্রশংসা শুধু প্রাপ্য সম্মানই নয়, বরং এটি সিরাজের আন্তর্জাতিক মর্যাদা আরও দৃঢ় করবে।
আরও পড়ুন: