শিরোনাম

ড্যানিয়েল ভেট্টোরিকে খেলতেই বেশি পছন্দ গেইলের। ছবি: সংগৃহীত।
ক্রিকেটের বাইশ গজে যেমনই ছিলেন, কথাবার্তায়ও ততটাই রঙিন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। ক্যারিয়ারের শেষ দিকে এসেও তিনি যেন থেমে নেই ব্যাটে হোক কিংবা মুখে!
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর এক মজার সেগমেন্টে সঞ্চালক অদিতির মুখোমুখি হন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। র্যাপিড-ফায়ার রাউন্ডে এক প্রশ্ন ছিল, এমন একজন বোলারকে নাম বলুন যাকে খেলতে সবসময়ই উপভোগ করতেন। প্রশ্ন শুনেই হেসে উঠলেন গেইল। একটু ভেবেচিন্তে অবশেষে একটি নাম বললেন ড্যানিয়েল ভেটোরি।
“ওয়াও! অনেক বোলার আছে, ভাই। কীভাবে একটা নাম বলব? অনেককে হিট করেছি, কিন্তু একজন বেছে নিতে বললে বলব একজন বাঁহাতি স্পিনার... হয়তো ড্যানিয়েল ভেট্টোরি”, বলেন গেইল।
এমন উত্তর আসলে অনেকের কাছেই অবাক করা। কারণ গেইলের বিপক্ষে বোলাররা সাধারণত সতর্ক থাকতেন, আর তিনিও দিতেন আগ্রাসী বার্তা। কিন্তু ড্যানিয়েল ভেটোরি ছিলেন এক ব্যতিক্রম। কিউই এই বাঁহাতি স্পিনার ধীর-স্থির ভঙ্গিতে বল করে উইকেট নিতে পারতেন নিয়মিত, ছিলেন কৌশলগত বোলিংয়ের এক নিখুঁত উদাহরণ।
গেইলের মন্তব্য তাই শুধু বন্ধুত্বপূর্ণ ঠাট্টা নয়, বরং একধরনের শ্রদ্ধা প্রকাশও বটে। ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা যখন সম্মান আর ভালোবাসায় রঙিন হয়, তখন এমন মুহূর্তগুলোই ফ্যানদের মনে থেকে যায়।
আরও পড়ুন: