শিরোনাম

নেদারল্যান্ডস সিরিজের নতুন সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে একটি সংক্ষিপ্ত প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ ইউরোপের দল নেদারল্যান্ডস। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য সূচি ও ভেন্যু এখন প্রায় নিশ্চিত।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তবে ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে ডাচরা এবং ৪ সেপ্টেম্বর সিরিজ শেষ করেই ঢাকা ছাড়বে তারা।
প্রথমে ধারণা ছিল, আগস্টের মাঝামাঝিতে সফরে আসবে নেদারল্যান্ডস দল। তবে সেই সময়সূচি খানিকটা পিছিয়ে গেছে। এক্ষেত্রে সুবিধাজনক দিক হলো, সিরিজটি এখন হবে এশিয়া কাপ শুরুর ঠিক আগে, ফলে এই ম্যাচগুলো হবে কার্যকর প্রস্তুতির অংশ।
এদিকে বাংলাদেশ দলকে ঘিরে এরইমধ্যে শুরু হয়েছে এশিয়া কাপ প্রস্তুতি। ঘোষিত হয়েছে প্রাথমিক স্কোয়াডও। আগামী ৬ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১১ আগস্টের মধ্যেই জাতীয় দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে এসে যোগ দেবেন অনুশীলনে।
সিলেটেই হবে মূল প্রস্তুতি ক্যাম্প, যেখানে থাকবে স্কিল ও কন্ডিশনিং ঘরানার নিবিড় অনুশীলন। কারণ, এশিয়া কাপে টাইগারদের গ্রুপপর্বের সব ম্যাচই হবে আবুধাবিতে, যেখানে ব্যাটিং সহায়ক উইকেট খুব সাধারণ। আর সিলেটের উইকেটও বেশ মিল রয়েছে মরুর দেশের কন্ডিশনের সঙ্গে—এই ম্যাচগুলোর মাধ্যমে কন্ডিশন অনুযায়ী ব্যাটিং-বোলিং ছাঁটিয়ে নেওয়া যাবে।
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। প্রতিটি দলই টি-টোয়েন্টিতে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এ প্রস্তুতি সিরিজকে বাংলাদেশ কোনোভাবেই হালকা ভাবে নিচ্ছে না।
নেদারল্যান্ডস যদিও বড় ক্রিকেট শক্তি নয়, তবে গত কয়েক বছরে তারা টি-টোয়েন্টি ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে তাদের সামর্থ্য প্রমাণও করেছে। ফলে প্রস্তুতির পাশাপাশি প্রতিযোগিতাও মিলবে এই সিরিজে।
বাংলাদেশের ক্রিকেটারদের কাছে এই সিরিজ শুধু ম্যাচ অনুশীলনের জায়গা নয়, বরং দলে জায়গা নিশ্চিত করার লড়াইও। বিশেষ করে যারা এখনো একাদশে নিশ্চিত নন, তাদের জন্য এই সিরিজ হতে পারে আত্মপ্রকাশের সেরা মঞ্চ।
আরও পড়ুন: