সোহানকে অধিনায়ক করে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৮:২২

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ১৮:২৪

শেয়ার

সোহানকে অধিনায়ক করে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড ঘোষণা
নুরুল হাসান সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া মিশনে বাংলাদেশ ‘এ’ দল।

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের নেতৃত্বে গড়া এই ‘এ’ দল ৯ আগস্ট ডারউইনে পা রাখবে।

 

দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল রেখেছে নির্বাচক প্যানেল। স্কোয়াডে জায়গা পাওয়া সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী ও আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটাররা জাতীয় দলের নিয়মিত মুখ। এদের সঙ্গে যুক্ত হয়েছে জিসান আলম, তুফায়েল আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো প্রতিভাবান তরুণরা, যারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে মুখিয়ে থাকবে।

 

বোলিং আক্রমণেও রয়েছে বৈচিত্র্য। পেস বোলিংয়ে হাসান মাহমুদের সঙ্গে আছেন রিপন মণ্ডল, মুশফিক হাসান। স্পিন আক্রমণে দায়িত্ব সামলাবেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও নাঈম হাসান। এই আক্রমণভাগের নেতৃত্ব দিতে তৈরি অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীও।

 

৭ আগস্ট ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে পৌঁছাবে ৯ আগস্ট। প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর ১৬ আগস্ট প্রতিপক্ষ নেপাল। একের পর এক চ্যালেঞ্জে ১৭ আগস্ট পার্থ স্কচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে সোহানের দল।

 

টি-টোয়েন্টি সিরিজের পরও অস্ট্রেলিয়া মিশন শেষ হবে না বাংলাদেশের। ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের একটি ম্যাচ খেলবে টাইগার ‘এ’ দল।

 

এই সফরকে তরুণদের জন্য বড় পরীক্ষা মনে করছেন বিসিবির কর্মকর্তারা। শক্ত প্রতিপক্ষ, ভিন্ন কন্ডিশন সব মিলিয়ে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণের সুযোগ থাকছে বিসিবির। ভবিষ্যতের জাতীয় দল গড়ার পথে এই সিরিজ গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।

 

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।