শিরোনাম

শেষ মুহূর্তে সিরিজ বাঁচানোর নায়ক মোহাম্মদ সিরাজ। ছবি: সংগৃহীত।
শেষ দিন সকালে যখন ম্যাচ হেলে পড়ছিল ইংল্যান্ডের দিকে, তখনই বাজিমাত করলেন মোহাম্মদ সিরাজ। তিন উইকেটের বিধ্বংসী স্পেলে একাই ভেঙে দিলেন ইংলিশ ব্যাটিং লাইনআপ। মাত্র ৬ রানে থেমে গেল ইংল্যান্ডের সিরিজ জয়ের স্বপ্ন, আর ভারত সিরিজের শেষ টেস্টে ছিনিয়ে নিল রোমাঞ্চকর জয়।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ সমতায়। তবে নাটকীয় এই শেষ ম্যাচের পর ভারতের ড্রটা অনেকটাই জয়ের মতোই রোমাঞ্চ ছড়াল।
শেষ দিনের সকালের চিত্রটা ছিল স্পষ্ট ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের লক্ষ্য ৪ উইকেট। চাপের এই মুহূর্তে বল হাতে জ্বলে উঠলেন সিরাজ। প্রথমে রুটের উইকেট, এরপর দ্রুত তুলে নেন ওভারটন ও ব্রুককে। সবশেষে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচ শেষে আত্মবিশ্বাসে টইটম্বুর সিরাজ বলেন, "হ্যাঁ, আমি সবসময় নিজেকে বিশ্বাস করি যে দলের জন্য আমি পারব। আমি যেকোনো অবস্থান থেকে ম্যাচ জেতাতে পারি।"
এই আত্মবিশ্বাসই হয়তো আলাদা করে তুলছে তাঁকে। কঠিন পরিস্থিতিতেও শান্ত মাথায় নিজের কাজে মনোযোগ ধরে রেখেছেন। তাঁর কথায়,
"আমি শুধু ভাবছিলাম, ঠিক জায়গায় বল করাটা গুরুত্বপূর্ণ। উইকেট পেলাম কি রান খরচ হলো, সেটা বড় বিষয় না।"
তবে ম্যাচে একটা মুহূর্ত ছিল যা সিরাজের মাথায় গেঁথে থাকবে কিছুটা আফসোস হয়ে। হ্যারি ব্রুকের একটি ক্যাচ ধরে রশিতে পা দিয়ে ফেলেছিলেন তিনি।
"সত্যি কথা বলতে, আমি ভাবিইনি যে আমি ব্রুকের ক্যাচটা ধরব আর রশিতে পা দিয়ে ফেলব। ব্রুক তখন টি-টোয়েন্টি মুডে ছিল। ওটা ছিল ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্ত," বলেন তিনি।
কিন্তু ভাগ্য ও দৃঢ়তা মিলিয়ে শেষ হাসি তিনিই হাসলেন। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান সিরাজ। এই পারফরম্যান্স শুধু ম্যাচ নয়, গোটা সিরিজের গতি বদলে দিয়েছিল।
পুরো সিরিজে দুই দলই পাল্লা দিয়ে লড়েছে। ভারত ও ইংল্যান্ড দুটো করে ম্যাচ জিতেছে, বাকি একটি ড্র। তবে শেষ ম্যাচের নাটকীয়তা সিরিজটিকে স্মরণীয় করে রাখবে অনেক দিন।
আরও পড়ুন: