শিরোপার লক্ষ্যেই অস্ট্রেলিয়া যাচ্ছে ‘এ’ দল, কোচ বাবুলের আত্মবিশ্বাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ২০:৪৯

শেয়ার

শিরোপার লক্ষ্যেই অস্ট্রেলিয়া যাচ্ছে ‘এ’ দল, কোচ বাবুলের আত্মবিশ্বাস
শিরোপা মিশনে এবার সামনে কোচ বাবুল। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ‘এ’ দলের সামনে আবারও বড় সুযোগ। অস্ট্রেলিয়ার ডারউইনে আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে টাইগার এইচপি (হাই পারফরম্যান্স) স্কোয়াড। দশ দলের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা শুধুই আরেকটি টুর্নামেন্ট নয় এটি হয়ে উঠেছে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা ক্রিকেটারদের জন্য মঞ্চ, যেখানে তারা নিজেদের প্রমাণ করতে পারবেন।

 

টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট। প্রথম দিনেই প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান শাহীনস। এরপর একে একে টাইগারদের প্রতিপক্ষ নেপাল (১৬ আগস্ট), পার্থ স্কর্চার্স (১৭ আগস্ট), এনটি স্ট্রাইক (১৯ আগস্ট), মেলবোর্ন স্টার্স (২১ আগস্ট), এবং লিগ পর্বের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স (২৩ আগস্ট)।

 

স্মরণে থাকুক, সর্বশেষ আসরে বাংলাদেশ এইচপি দল খেলেছিল অসাধারণ ক্রিকেট। উঠেছিল ফাইনালেও। কিন্তু শেষ ধাপে থেমে যেতে হয়েছিল ৩২ রানে হেরে শিরোপার খুব কাছ থেকেও খালি হাতে ফিরতে হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।

 

এই বছর, দলটির নেতৃত্ব ও পরিকল্পনায় কিছুটা শাণিত বাস্তববোধের ছাপ। দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বললেন স্পষ্ট করেই, “গতবার রানার্সআপ হয়েছিলাম। এবার আমরা শিরোপা জিততে চাই। তবে শুধু জয় নয়, ব্যক্তিগত পারফরম্যান্সও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।”

 

এইচপি স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের আশপাশে থাকা একাধিক মুখ হাসান মাহমুদ, নাইম শেখ, সোহানসহ আরও কয়েকজন। কোচ বাবুল মনে করছেন, এই টুর্নামেন্ট হবে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এক বড় প্ল্যাটফর্ম। “জাতীয় দলে ফেরার জন্য এ ধরনের ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ। হাসান বা সোহানদের পারফরম্যান্স শুধু এই টুর্নামেন্টের জন্য নয়, বড় দল গঠনের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে,” বললেন তিনি।

 

বাবুল জোর দিচ্ছেন ভারসাম্যের ওপর, “শুধু জেতা নয়, কিভাবে ম্যাচ জেতা যায় তা শেখাটাও জরুরি। আমাদের লক্ষ্য থাকবে ট্রফি, তবে খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নতিও খেয়াল রাখতে হবে।”

 

এই দল যদি আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে পারে, আর দলীয় পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে হয়তো এবার আর ‘রানার্সআপ’ শব্দটি স্মরণে রাখতে হবে না। টাইগার এইচপি দল চায় শিরোপা, এবং সেই লড়াই শুরু হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধেই।