লঙ্গার ভার্সনে নিজেকে মেলে ধরতে চান সৌম্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৮:৪৮

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৮:৪৯

শেয়ার

লঙ্গার ভার্সনে নিজেকে মেলে ধরতে চান সৌম্য
লাল বলের ক্রিকেটে ফেরার বার্তা দিলেন সৌম্য সরকার। ছবি: সংগৃহীত।

সাদা বলের ক্রিকেটে নিয়মিত দেখা গেলেও, লাল বলের ক্রিকেটে সৌম্য সরকার এখন অনেকটাই অনুপস্থিত। দীর্ঘ সময় জাতীয় দলের টেস্ট দলের বাইরে থাকা এই অলরাউন্ডার আবারও লঙ্গার ভার্সনে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের সহকারী কোচ সোহেল ইসলাম।

 

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহেল ইসলাম বলেন, “সৌম্য যখন ঘরোয়া জিএসএল খেলছিল, তখন আমরা জাতীয় দলের লাল বলের অনুশীলন করছিলাম। সে ফিরে আসার পর আমরা সাদা বল নিয়ে কাজ শুরু করেছি। কিন্তু আমি বলতে পারি, সে লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী।”

 

সোহেলের মতে, একজন পেশাদার ক্রিকেটারের জন্য সব ফরম্যাটে খেলার ইচ্ছাটা স্বাভাবিক। তিনি বলেন, “কেউ চায় না কেবল একটি ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে। সৌম্য আগেও টেস্ট খেলেছে, তাই তার মধ্যে সেই স্কিল এবং মানসিক প্রস্তুতি রয়েছে।”

 

লাল বল ও সাদা বলের খেলার কৌশলে বিস্তর পার্থক্য রয়েছে বলেও জানান তিনি। “লাল বলের ক্রিকেটে ব্যাটিং কৌশল, ধৈর্য, ম্যাচ পড়ার ক্ষমতা সবকিছুই আলাদা। আমরা খেলোয়াড়দের শেখাই, কীভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হয়। টেস্টে ভুল করার জায়গা কম, তাই খেলোয়াড়দের আরও পরিপক্ব হতে হয়।”

 

সোহেল আরও বলেন, “সাদা বলের ক্রিকেটে যেখানে সিঙ্গেলস গুরুত্বপূর্ণ, সেখানে টি-টোয়েন্টিতে এক রানের বলেও বাউন্ডারির চিন্তা করতে হয়। সেজন্য শট নির্বাচনে পরিবর্তন আনে খেলোয়াড়রা। তাই ফরম্যাট অনুযায়ী ব্যাটিংয়ের ধরন ও মানসিকতা গড়ে তোলা খুবই জরুরি।”

 

সৌম্য সরকারের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ম্যাচ সংখ্যা ১৬টি। অভিষেক হয়েছিল ২০১৫ সালে, পাকিস্তানের বিপক্ষে খুলনায়। ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজেই নিজের জায়গা করে নিয়েছিলেন দলে। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট ছিল তার শেষ লাল বলের ম্যাচ।

 

এই ১৬ টেস্টে সৌম্য করেছেন ৮৩১ রান, যেখানে তার সর্বোচ্চ ইনিংস ১৪৯। গড় ২৭.৭০, ১টি সেঞ্চুরির সাথে ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতক। প্রতিভার প্রতিফলন ঠিকঠাক না দেখাতে পারলেও নিয়মিত খেলতে পারলে হয়তো হিসেবটা অন্যরকম হতে পারত। সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটারের উপস্থিতি দলের জন্যই মঙ্গলজনক। আর জাতীয় দলের হয়ে টেস্টে না ফিরলেও ঘরোয়া ক্রিকেটে লাল বলে সৌম্যের এখনো অনেক কিছু করা বাকি।