এশিয়া কাপে এক ভেন্যুতেই বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৭:৩৪

শেয়ার

এশিয়া কাপে এক ভেন্যুতেই বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ 
এশিয়া কাপে টাইগারদের সব ম্যাচ আবুধাবিতে। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ নিয়ে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কেটে গেল। তারিখ ও গ্রুপ ভাগ আগেই জানা ছিল, এবার চূড়ান্ত হলো ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সূচিও। শনিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো সময়সূচি ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

 

টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ দিনে ১৯টি ম্যাচ হবে দুবাই ও আবুধাবির দুই বিখ্যাত স্টেডিয়ামে। এর মধ্যে বেশি ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১১টি, যার মধ্যে রয়েছে ফাইনালও। বাকি ৮ ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

 

বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছে একটিই ভেন্যু আবুধাবি। তিনটি গ্রুপ পর্বের ম্যাচই সেখানেই খেলবে টাইগাররা।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর ১৬ সেপ্টেম্বর মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। তিনটিই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, রাত ৮টায় (বাংলাদেশ সময়)।

 

প্রায় সব ম্যাচই নির্ধারিত হয়েছে রাত ৮টায়। ব্যতিক্রম একমাত্র ১৫ সেপ্টেম্বরের একটি ম্যাচ সেদিন সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়) মুখোমুখি হবে স্বাগতিক আরব আমিরাত ও ওমান।

 

এবারের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল প্রথম মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। যদি তারা সুপার ফোরে ওঠে, তাহলে ২১ সেপ্টেম্বর ফের দেখা হয়ে যেতে পারে দুদলের। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দল খেলবে ফাইনালে, ২৮ সেপ্টেম্বর।