শিরোনাম
.jpg)
‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ বিতর্কে জাতীয় নাম ব্যবহার নিষিদ্ধ করল পিসিবি। ছবি: সংগৃহীত।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) এর সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে বেসরকারিভাবে আয়োজিত ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহার নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।
গত সপ্তাহে ভারত চ্যাম্পিয়নস দল দু’বার পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে বোর্ড। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত পিসিবি বোর্ড সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়।
একাধিক গণমাধ্যম, বিশেষ করে টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, "ভারতীয় খেলোয়াড়দের বারবার ম্যাচ প্রত্যাখ্যান পাকিস্তানের ক্রিকেট ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।" ফলে ভবিষ্যতে বেসরকারি কোনো লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে হলে পিসিবি এর অনুমতি নিতে হবে।
তবে চলমান ডব্লিউসিএল এর ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নস দল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে পারবে, কারণ ইতোমধ্যেই তারা টুর্নামেন্টের অংশ। তবে ভবিষ্যতে অনুমতি ব্যতীত এমন নাম ব্যবহারে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।
এছাড়া জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রে কিছু অনিয়ন্ত্রিত ও কম মানের টুর্নামেন্টে ‘পাকিস্তান’ নাম ব্যবহারের ঘটনাও বোর্ডকে উদ্বিগ্ন করেছে।
পাকিস্তানের ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয়, যারা দেশের ক্রীড়া পরিচালনার দায়িত্বে রয়েছে, তারাও পিসিবি এর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
বোর্ডের মতে, জাতীয় পরিচয় ও সম্মান রক্ষার জন্য এই সিদ্ধান্ত সময়োপযোগী। পিসিবি জানিয়েছে, শুধুমাত্র স্বীকৃত ও নির্ভরযোগ্য লিগগুলোই দেশের নাম ব্যবহারের অনুমতি পাবে, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের সম্মানহানি না ঘটে।
এই সিদ্ধান্তের মাধ্যমে পিসিবি তাদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় স্বার্থের বাইরে বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের নাম ব্যবহার বরদাশত করা হবে না।
আরও পড়ুন: