শিরোনাম
.jpg)
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ভেন্যু হিসেবে সিলেটকেই এগিয়ে রাখছে বিসিবি। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের আগে নিজেদের ঝালাই করে নিতে একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে চায় টাইগাররা। তাই চাওয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা করছে বিসিবি। এখনও চূড়ান্ত হয়নি সূচি কিংবা ভেন্যু, তবে সম্ভাব্য আয়োজনস্থল হিসেবে আলোচনায় আছে সিলেট।
ভারতের বিপক্ষে সম্ভাব্য হাই-ভোল্টেজ সিরিজটা পিছিয়ে যাওয়ার পর, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ফর্মে থাকা টাইগারদের প্রস্তুতির জন্য দরকার একটা মঞ্চ। লিটন দাস আগেই বলেছিলেন, এই ফাঁকা সময়ে কিছু একটা হোক। বিসিবি তাই নজর দিয়েছে নেপাল কিংবা ডাচদের মতো অপেক্ষাকৃত ছোট দলের দিকে।
সব হিসাব-নিকাশ মিলিয়ে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে নেদারল্যান্ডস। তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজের ভাবনা ঘুরছে বিসিবির টেবিলে। সূচি বা সময় এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য ভেন্যু নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলছেন, “ঢাকার সম্ভাবনা কম। সবচেয়ে ভালো উইকেট যেখানে, খেলাও হবে সেখানেই। আর সেই বিবেচনায় সিলেটের গ্রাউন্ড ও পিচের মান এখন সবার ওপরে।”
তবে যতই প্রস্তুতি চলুক, এখনো চূড়ান্ত হয়নি দুই বোর্ডের সমঝোতা স্মারক। তাই সময় বলছে না এখনই সবকিছু নিশ্চিতভাবে বলা যাবে। প্রাথমিক ইঙ্গিত বলছে, আগস্টের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে পারে ম্যাচগুলো।
অন্যদিকে, টাইগারদের প্রস্তুতির অংশ হিসেবে ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস টেস্ট ১০ তারিখ। আর সেদিনই কোচ ফিল সিমন্স এসে যুক্ত হবেন দলের সঙ্গে।
এই প্রস্তুতি শেষে চোখ থাকবে বড় মঞ্চে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
আরও পড়ুন: