‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের ৭ ক্রিকেটার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৩:২০

শেয়ার

‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের ৭ ক্রিকেটার
এইচপি দল থেকে সাত ক্রিকেটার এবার ‘এ’ দলে। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা আন্তর্জাতিক সিরিজ শেষে এখন বিশ্রামে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। একদিকে জাতীয় দলের ধকল পেরিয়ে হালকা প্রশান্তি, অন্যদিকে ঘরের মাঠে চলছে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের প্রস্তুতির ব্যস্ততা। আর সেই ব্যস্ততা থেকে আসছে বড় সুযোগ—এইচপি থেকে ৭ ক্রিকেটার ডাক পেতে যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলে।

 

চারদিনের ম্যাচ ও অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ মাথায় রেখে যে স্কোয়াড তৈরি হচ্ছে, সেখানে সুযোগ পাচ্ছেন: জিসান আলম, ইফতেখার ইফতি, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রিপন মন্ডল, তোফায়েল আহমেদ ও রাকিবুল ইসলাম। প্রস্তুতি ম্যাচ ও অফিশিয়াল সফর মিলিয়ে চ্যালেঞ্জিং এক সূচি অপেক্ষা করছে এই তরুণদের জন্য।

 

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে প্রতি বছর আয়োজিত হয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, যেখানে এবার অংশ নিচ্ছে ১১টি দল। ১৪ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহীন্স (এ দল), নেপাল এবং বিগ ব্যাশ লীগের কয়েকটি দল ও একাডেমি ইউনিট।

 

উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। আগের আসরে বাংলাদেশ উঠেছিল ফাইনালে, যেখানে তারা হেরে যায় অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে। এবার সেই অতৃপ্তি পুষিয়ে নিতে চাইবে তারা।