শিরোনাম
.jpg)
দুর্দান্ত জয়ে ফের ছন্দে টাইগার যুবারা। ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় যুব সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। আজ (১ আগস্ট) সিরিজের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগার যুবারা।
সকালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হক তামিম। আর তার সিদ্ধান্তকে সার্থক প্রমাণ করেন টাইগার পেসাররা। শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল করে চাপে ফেলে জিম্বাবুয়ের টপ অর্ডারকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা দেন সানজিদ মজুমদার। এরপর একে একে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল।
ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অংশ ছিল ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত স্পেল। ৬.৩ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট, যার মধ্যে ছিল ইনিংসের শেষ উইকেট শেল্টন মাজভিতোরেরা। নিয়ন্ত্রিত লাইন এবং অফস্টাম্পের বাইরের বলগুলোতে জিম্বাবুয়ের মিডল অর্ডার ছন্নছাড়া হয়ে পড়ে।
ইমনের পাশাপাশি বল হাতে ভালো করেন সানজিদ মজুমদার (৭ ওভারে ২৬ রান, ২ উইকেট), স্বাধীন ইসলাম (১ ওভারে ১ রানে ২ উইকেট), রাফি উজ্জামান ও রিজান হোসেন প্রত্যেকে নেন একটি করে উইকেট।
৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো না হলেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। প্রথম ওভারেই রিফাত বেগ আউট হয়ে ফিরে যান। এরপর কালাম সিদ্দিকির ১৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে দলীয় রান এগিয়ে নিতে থাকে টাইগাররা। তবে রান তাড়ার মূল ভিত গড়ে দেন অধিনায়ক আজিজুল হক তামিম ও রিজান হোসেন।
তামিম ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন মাত্র তিন রান দূরে থেকে ফিফটি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে রিজান ২১ রানে অপরাজিত থেকে গড়ে তোলেন ৫৩ রানের জুটি। মাত্র ২ উইকেট হারিয়ে ৩৪ ওভার ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে ভেড়ে টাইগার যুবারা।
এই জয়ের পর পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা তিনটি করে ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
আরও পড়ুন: