প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ২০:৫৪

আপডেট: ৩১ জুলাই, ২০২৫ ২০:৫৫

শেয়ার

প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে বাংলাদেশ
অবশেষে থামল টাইগার যুবাদের জয়রথ থামল। ছবি: সংগৃহীত।

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে মাত্র ১৭৫ রান তুলেছিল টাইগার যুবারা। সেই স্বল্প পুঁজির পেছনে লড়াই করেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রোটিয়ারা জিতেছে ৫ উইকেটে। এর মধ্য দিয়ে চলতি সিরিজে প্রথমবারের মতো হারের স্বাদ পেল বাংলাদেশ, থেমে গেল জয়রথ।

 

তবে ম্যাচের বেশিরভাগ সময়েই ছিল প্রোটিয়াদের দাপট। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে গোড়া থেকেই দৃঢ়তার পরিচয় দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে জোরিখ ভন  শাল্কউইককে হারালেও (১৪) তেমন প্রভাব পড়েনি ইনিংসে। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান মানাক গড়ে তোলেন ৭০ রানের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে বুলবুলিয়া করেন ৩৯ রান। আর মানাক ছিলেন আরও ধৈর্যশীল, ৭৮ বলে করেন ম্যাচসেরা ৫৭ রান।

 

এরপর অধিনায়ক জেসন রাউলস (৪১) ও ভিহান প্রিটোরিয়াস (২১*) নিশ্চিত করেন দলের জয়। শেষদিকে কয়েকটি উইকেট হারালেও প্রোটিয়ারা ৩৪তম ওভারে পৌঁছেই জয় নিশ্চিত করে ফেলে। বাংলাদেশের হয়ে আল ফাহাদ নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট, বোলিং ফিগার ছিল ৯ ওভারে ২ মেডেনসহ ২৯ রান দিয়ে ৩ উইকেট। কিন্তু শুরুতে উইকেট তুলতে না পারা এবং মিডল অর্ডারে ধারাবাহিকতা না থাকায় ম্যাচে ফেরার পথ কঠিন হয়ে যায়।

 

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ইনিংসের শুরু থেকেই ব্যাটাররা ধুকেছেন। মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন—অধিনায়ক আজিজুল হক তামিম (৫৯), রিজান হোসেন (১৭), ও কালাম সিদ্দিকি (৪৯*)। তামিম একপ্রান্ত আগলে রেখে লড়াই করলেও অন্যপ্রান্তে উইকেট পতনের মিছিল থামেনি। ইনিংসে খানিক স্থিরতা এনেছিল আজিজুল-রিজান জুটি, যা থেকে আসে ৫৭ রান। ইনিংসের শেষ দিকে সাহসী লড়াই করেন কালাম সিদ্দিকি, ৬১ বলে অপরাজিত ৪৯ রান করে।

 

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। তারা মোট চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে এবং একটি ম্যাচে হেরেছে। ফলে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট, পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।

 

তিন ম্যাচে দুই জয়ে ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাইগার যুবারা। অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে। এখনও কোনো পয়েন্ট অর্জন করতে না পারায় টেবিলের তলানিতে রয়েছে রোডেশিয়ানরা।