১৭৫ রানে থামল টাইগার যুবাদের ইনিংস, লড়াই এখন বোলারদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৮:০৯

আপডেট: ৩১ জুলাই, ২০২৫ ১৮:২২

শেয়ার

১৭৫ রানে থামল টাইগার যুবাদের ইনিংস, লড়াই এখন বোলারদের
ব্যাটিং ব্যার্থতার দিনে মাত্র ১৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা। তবে সেই সিদ্ধান্ত যে খুব একটা কাজে আসেনি, তা স্কোরবোর্ডেই স্পষ্ট। মাত্র ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলেছে মাত্র ১৭৫ রান।

 

ব্যাটিংয়ে নামার শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেন জাওয়াদ আবরার। এরপর একে একে ফিরে যান রিফাত বেগ (৯), রিজান হোসন (১৭), মো. আবদুল্লাহ (৮)। একমাত্র অধিনায়ক আজিজুল হক তামিম তিনে নেমে এক প্রান্ত আগলে রেখে ধৈর্য ধরে খেলেন, ৮১ বল মোকাবিলা করে ৫৯ রান করেন পাঁচটি চার ও দুটি ছক্কায়। তবে অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পতনের কারণে ইনিংস বড় করতে পারেননি তিনিও।

 

ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসে কিছুটা স্থিতি এনে দেন আজিজুল ও রিজান হোসেন জুটি। তাদের জুটি থেকে আসে ৫৭ রান। কিন্তু সেই জুটি ভাঙার পর আবারও ছন্দপতন ঘটে। চলতে থাকে যাওয়া-আসার মিছিল। রিজান করেন ১৭ রান।

 

সবচেয়ে সাহসী লড়াইটা এসেছে ছয়ে নামা কালাম সিদ্দিকির ব্যাট থেকে। ইনিংসের একেবারে চাপের সময়ে ৬১ বলের মোকাবেলায় ৪৯ রান করে তিনি অপরাজিত থাকেন, হাঁকান তিনটি চার ও একটি ছক্কা। তবে দুর্ভাগ্য মাত্র এক রান দূরে থেকে ফিফটি মিসের আক্ষেপ নিয়ে থাকতে হলো তাকে। ম্যাচের বাকিরা ছিলেন হতাশাজনক। শেষ পাঁচ ব্যাটার মিলিয়ে করতে পেরেছেন মাত্র ৯ রান।

 

আজকের দিনে মাত্র তিনজন ব্যাটারই ছুঁতে পেরেছেন দুই অঙ্কের ঘর অধিনায়ক আজিজুল, কালাম সিদ্দিকি ও রিজান হোসেন। বাকিদের ব্যর্থতায় বাংলাদেশ থেমে যায় মাত্র ১৭৫ রানে।

 

এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ বোলিং করেছেন মাজোলা (২ উইকেট), রাউলস (৩ উইকেট), সনি (২ উইকেট), জেমস ও বয়েস। লোয়ার অর্ডারে দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ২০০ রান তোলার আগেই বেঁধে ফেলেন প্রোটিয়া বোলাররা।

 

তবে এখনও হারিয়ে যায়নি সব আশা। কারণ এই প্রোটিয়া দলকেই সিরিজের প্রথম দেখায় মাত্র ১২৮ রানে অলআউট করেছিল টাইগার যুবারা। তাছাড়া সিরিজে প্রথম দুই ম্যাচে জয় তুলে নেওয়ায় দলের আত্মবিশ্বাসের পারদও অনেক উঁচুতে। স্বল্প রানের পুঁজি নিয়েও ম্যাচে ফিরতে হলে এখন দায়িত্ব নিতে হবে বোলারদেরই।