এশিয়া কাপে হ্যাঁ, লেজেন্ডস লিগের সেমিফাইনালে পাকিস্তানকে ভারতের না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৯:৪৯

শেয়ার

এশিয়া কাপে হ্যাঁ, লেজেন্ডস লিগের সেমিফাইনালে পাকিস্তানকে ভারতের না
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস এর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে না ভারত চ্যাম্পিয়নস। সাবেক ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে বরাবরই ভারতীয় দলের ‘না’ বলার ইতিহাস, এবার তা চূড়ান্তভাবে দেখা গেল সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চেও।

 

সূত্র বলছে, রাজনৈতিক পরিস্থিতি, স্পনসরদের চাপ ও জনমত—এই তিনের ঘূর্ণাবর্তেই এমন সিদ্ধান্ত। ভারতের সাবেক তারকাদের নিয়ে গঠিত দলটিতে আছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও পীযূষ চাওলার মতো পরিচিত মুখ।

 

তারা সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজকে ১৩.২ ওভারে উড়িয়ে দিয়ে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলবে না—এমন বার্তা যেন আগে থেকেই জানিয়ে রেখেছিল দলটি। কারণ গ্রুপ পর্বেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে তারা মাঠে নামেনি।

 

এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো, যখন এশিয়া কাপ ২০২৫-এর সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সমালোচনার মুখে রয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টে ১৪ তারিখে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত-পাকিস্তান। যদি দুই দল সুপার ফোর ও ফাইনালে পৌঁছে, তাহলে আরও দুইবার (২১ ও ২৮ সেপ্টেম্বর) দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

 

‘ইজমাইট্রিপ’ নামের এক বড় স্পনসর আগেই সরে গেছে এই ম্যাচ থেকে। প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিটি সরাসরি বলেন, “সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যুক্ত থাকব না আমরা।”

 

ভারত চ্যাম্পিয়নসের টুর্নামেন্ট যাত্রা নাটকীয়। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে শুরু, এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে আরও দুটি হার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয় রাজনৈতিক বিতর্কে। শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে তারা উঠে আসে শেষ চারে।

 

তবে খেলা নয়, ভারতীয় দলের অবস্থান এখন প্রতীকী বার্তা দেওয়ার মঞ্চ। ক্রিকেটের ব্যাট-বলের বাইরেও যে একটা ভূরাজনৈতিক খেলা চলতে থাকে, তার প্রমাণ যেন এবারও মিলল।