টি-টোয়েন্টি ব্যাটিংয়ে অভিষেক শীর্ষে, তাওহীদ হৃদয় বাংলাদেশের সেরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৭:২৯

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ১৭:৩৭

শেয়ার

টি-টোয়েন্টি ব্যাটিংয়ে অভিষেক শীর্ষে, তাওহীদ হৃদয় বাংলাদেশের সেরা
র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে অভিষেক শর্মা। ছবি: সংগৃহীত।

আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে নতুন চমক হয়ে এসেছেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে হটিয়ে ভারতীয় তরুণ ব্যাটার উঠে এসেছেন এক নম্বরে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে না খেলায় পয়েন্ট হারিয়েছেন হেড, আর অভিষেক নিজের ফর্মকে পুঁজি করে জায়গা করে নিয়েছেন শীর্ষে।

 

ভারতের হয়ে মাত্র ১৭ টি-টোয়েন্টি খেলেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছে গেছেন অভিষেক। তার স্ট্রাইকরেট ১৯৩.৮৪, যা বর্তমান ক্রিকেটের দ্রুততমদের একজন হিসেবে তাকে পরিচিত করেছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জিম্বাবুয়ে সফরে অভিষেকের আন্তর্জাতিক অভিষেক হলেও শুরুটা ছিল হতাশাজনক। তবে দ্বিতীয় ম্যাচেই শতরান করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই বাঁহাতি।

 

এরপর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে অভিষেকের দুর্দান্ত ফর্মই তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে পাওয়ারপ্লেতেই করেন ৫৮ রান, টি-টোয়েন্টিতে কোনো ভারতীয় ব্যাটারের সবচেয়ে বেশি পাওয়ারপ্লে রান। ৩৭ বলে শতরান করে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ডেও নাম লিখিয়েছেন।

 

ভারতীয়দের মধ্যে অভিষেকই হলেন তৃতীয় ব্যাটার যিনি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। তার আগে এই অর্জন করেছিলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।

 

শীর্ষ ১০ ব্যাটারের মধ্যে আরও আছেন তিলক ভার্মা (৩), ফিলিপ সল্ট (৪), জস বাটলার (৫), সূর্যকুমার যাদব (৬), পাথুম নিসাঙ্কা (৭), টিম সাইফার্ট (৮), জশ ইংলিস (৯) ও শেই হোপ (১০)।

 

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৩৯তম। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারায় ৫ ধাপ পিছিয়েছেন তানজিদ হাসান তামিম, তিনি এখন ৪৩ নম্বরে। একই সিরিজের ‘ম্যান অব দ্য সিরিজ’ হলেও উন্নতি হয়নি জাকের আলী অনিকের, বরং ৬ ধাপ পিছিয়ে এখন তিনি ৫৯ নম্বরে।