ফিরতে চাইলেও এখনো প্রস্তুত নন তামিম, জানালেন ট্রেইনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৫:২৭

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ১৫:২৮

শেয়ার

ফিরতে চাইলেও এখনো প্রস্তুত নন তামিম, জানালেন ট্রেইনার
মাঠে ফেরার জন্য প্রস্তুত নন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর নিয়ে বেশ জোরেশোরে কার্যক্রম শুরু করেছে বিসিবি। এবারের বিপিএলে গত দুই আসরের চ্যাম্পিয়ন তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য প্রস্তুত নন বলে জানিয়েছেন ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।

 

মঙ্গলবার (২৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডালিম জানিয়েছেন, “মজার ছলে বা বিনোদনের জন্য তামিম খেলতে পারেন, তবে বিপিএল বা বিপিএলের  বা সেমিফাইনাল-ফাইনালের মতো হাই-প্রেশার ম্যাচে বা  না নামাই ভালো।  অনুশীলন করুক, খেলুক, তবে সেটা হালকা আবহে।”

 

চলতি বছরের ডিপিএলে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। দ্রুত হাসপাতালে নেওয়ার আগে মাঠেই তাকে সিপিআর দিয়ে সহায়তা করেছিলেন ডালিম।

 

বর্তমানে সুস্থ থাকলেও, তামিমের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শারীরিক ঝুঁকি ও সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে তামিমকেই।