শিরোনাম
.jpg)
ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের শুভসূচনা। ছবি: সংগৃহীত।
ক্রিকেটে ১ রানে কিংবা ১ উইকেটে জয় মানেই টান টান উত্তেজনা, নাটকীয়তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজের শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করল টাইগার যুবারা। আর এই জয়ের নায়ক—সামিউন বশির।
হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই প্রোটিয়াদের চাপে ফেলে দেয় আল ফাহাদ ও ইমনরা। বিশেষ করে ফাহাদের ঝলকেই মাত্র ৪৩ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপরও পল জেমস ও আরমান মানাকের লড়াকু জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে প্রোটিয়ারা। কিন্তু মাঝের ওভারে আবারও উইকেটের খেই হারিয়ে ৩৪.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় তারা।
বাংলাদেশের বোলিং আক্রমণে আল ফাহাদ ছিলেন সবচেয়ে ধ্বংসাত্মক। নিজের প্রথম স্পেলে টানা দুই ওভারে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার আদনান লাগাদিয়েন ও জরিখ ফন স্কলউইককে ফিরিয়ে দেন তিনি। এরপর বোল্ড করেন প্রতিপক্ষ অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়াকে। ম্যাচের শেষদিকে ফিরে এসে একপ্রান্তে জমে থাকা ব্যাটার আরমান মানাককেও ফেরান তিনি। সব মিলিয়ে ৪ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার মূল নায়ক ছিলেন এই ডানহাতি পেসার। এছাড়াও সামিউন ও স্বাধীন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট তুলে নেন ইমন ও তামিম।
জয়ের লক্ষ্যে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। ইনিংসের দ্বিতীয় ওভারেই ২১ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ৯ বলে ২০ রান করে ফিরে যান আগ্রাসী ওপেনার জাওয়াদ আবরার। এরপর একে একে ফিরে যেতে থাকেন টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা। ১০৯ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে দল। জয় তখনো ২০ রান দূরে।
ঠিক এমন সংকটময় মুহূর্তেই দুর্দান্ত দায়িত্বশীলতার পরিচয় দেন সামিউন বশির। শেষ উইকেটে তিনি স্বাধীন ইসলামকে একটিও বল খেলতে না দিয়ে একাই বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাট চালিয়ে যান। চার-ছক্কায় সাজানো ৩৯ বলের হার না মানা ৪৫ রানের ইনিংসে দলকে এনে দেন অবিশ্বাস্য এক জয়।
বাংলাদেশ জয় তুলে নেয় ২৮.৪ ওভারে, হাতে মাত্র ১ উইকেট রেখে। সামিউনের ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার।
একই ম্যাচে বল হাতে যেমন কার্যকর ছিলেন সামিউন, ব্যাট হাতেও ছিলেন এক কথায় অনবদ্য। নাটকীয়তায় ভরা ম্যাচে তার শান্ত ও চতুর ব্যাটিংয়ে দারুণ এক সূচনা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল: ১২৮/১০ (৩৪.৪ ওভার) ফাহাদ ৪/৩২, স্বাধীন ২/৫, সামিউন ২/১৭)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ১২৯/৯ (২৮.৪ ওভার) সামিউন ৪৫*, জাওয়াদ ২০, আব্দুল্লাহ ১৪)
ফলঃ বাংলাদেশ ১ উইকেটে জয়ী।
আরও পড়ুন: