ছন্দ ধরে রাখতে আগস্টে নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে টাইগারদের সিরিজ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৯:৪১

আপডেট: ২৬ জুলাই, ২০২৫ ২০:০২

শেয়ার

ছন্দ ধরে রাখতে আগস্টে নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে টাইগারদের সিরিজ 
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। টানা দুই সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে তাই বিসিবি চাইছে সেপ্টেম্বরে  এশিয়া কাপের আগে নতুন এই বাংলাদেশ টিমটা যেন নিজেদের আরও ঝালিয়ে নিতে পারে। 

 

এশিয়া কাপ শুরু হতে এখনো বাকি প্রায় দেড় মাস। এই সময়টাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাসও জানিয়েছিলেন, টুর্নামেন্টের আগে একটি প্রস্তুতিমূলক সিরিজ হলে দলের জন্য তা উপকারী হতো। বিসিবিও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, প্রস্তুতিমূলক একটি সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। তখন কোনো দেশের নাম উল্লেখ না করলেও আজ (২৬ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্ভাব্য দুই প্রতিপক্ষের নাম জানিয়েছেন তিনি।

 

এ বিষয়ে তিনি বলেন, “বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না, কারণ তারা নিজেদের সূচি নিয়ে ব্যস্ত। আমাদের মনে হয় অন্য কোনো দেশের সঙ্গে সিরিজ হতে পারে। নেদারল্যান্ডস বা নেপালের সঙ্গে আলোচনা চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।”

 

প্রসঙ্গত, আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত সরকারের অনুমতি না মেলায় সিরিজটি পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। ফলে ফাঁকা হয়ে গেছে এই সময়টা।

 

এই সময় ঘরের মাঠেই প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন ফাহিম বলেন, “সেটাই আমরা চেষ্টা করব। যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই ঘরের মাঠেই আয়োজন করব।”

 

তবে বিদেশি দল না পেলে বিকল্প পরিকল্পনাও রয়েছে বিসিবির। সেই অনুযায়ী, জাতীয় দল ‘এ’ দল বা হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে একটি সিরিজ খেলতে পারে। পাশাপাশি থাকবে তিন সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প।

 

এদিকে, এখনো চূড়ান্ত হয়নি এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। তবে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতে, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশসহ মোট আটটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।