এসিসি সভায় সব সদস্যের উপস্থিতি নিশ্চিত, বাংলাদেশকে নিয়ে গর্বিত আমিনুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৩:০৫

শেয়ার

এসিসি সভায় সব সদস্যের উপস্থিতি নিশ্চিত, বাংলাদেশকে নিয়ে গর্বিত আমিনুল
ঢাকায় অনুষ্ঠিত এবারের এসিসি সভায় সব সদস্যের উপস্থিতি নিশ্চিত। ছবি: সংগৃহীত।

সব জল্পনা-কল্পনা, অনিশ্চয়তা আর কূটনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। যেখানে অংশ নিচ্ছে সব সদস্য দেশ। এই অর্জনকে কেন্দ্র করে গর্বের সুরেই কথা বলেছেন বিসিবি পরিচালক ও এসিসি সভা আয়োজক দলের প্রধান আমিনুল ইসলাম বুলবুল। বলেছেন, “বিস্তারিত বলব না, তবে বাংলাদেশ গর্ব করতে পারে।”

 

শুরু থেকেই এই সভা ঘিরে চলছিল টানাপোড়েন। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রথমে আপত্তি তোলে ঢাকায় এসে সভায় যোগ দেওয়া নিয়ে। এরপর আফগানিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড থেকেও এমন অনীহা প্রকাশ পায়। সভার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগেও নিশ্চিত ছিল না এই তিন পূর্ণ সদস্য দেশের অংশগ্রহণ। কিন্তু শেষ মুহূর্তে বিসিবির তৎপরতায় বদলে যায় দৃশ্যপট। সব দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়, যদিও ভারত ও শ্রীলঙ্কা থাকছে ভার্চুয়ালি।

 

বুধবার রাতে ছিল আনুষ্ঠানিক নৈশভোজ, যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের প্রতিনিধি, এসিসির সহযোগী সদস্য এবং দুই দেশের ক্রিকেটাররাও। সেই অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে আমিনুল বলেন, “গত দুই দিন ধরে আমরা অনেক পরিকল্পনা করেছি। সবার আগে ক্রিকেট। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে, ক্রিকেটের স্বার্থে আমরা সবাইকে একত্রে আনতে পেরেছি।”

 

ভারত ও শ্রীলঙ্কা সশরীরে না এলেও অনলাইনে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছে। ভারতীয় প্রতিনিধি সরাসরি নিশ্চিত না করলেও বিসিসিআই সেক্রেটারির সঙ্গে বিসিবির যোগাযোগ হয়েছে বলে জানান আমিনুল। আফগানিস্তানের প্রতিনিধি রাতেই ঢাকায় পৌঁছানোর কথা।

 

বিসিসিআই-এর এই অনীহার পেছনে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির এসিসির সভাপতির দায়িত্ব গ্রহণ এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলার পর দুই বোর্ডের সম্পর্কের অবনতি। এরই মধ্যে ঢাকায় সভা আয়োজনের জন্য নাকভির অনুরোধে বিসিবির সম্মতিও বিসিসিআইকে অসন্তুষ্ট করেছে বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

 

সব মিলিয়ে এই জটিলতা আর টানাপোড়েনের মাঝে সভাটি সফলভাবে আয়োজনে বাংলাদেশ যে ভূমিকা রেখেছে, তা নিঃসন্দেহে কূটনৈতিক ও প্রশাসনিক দক্ষতার বড় দৃষ্টান্তযা গর্বের কারণ বলেই মনে করছেন আমিনুল ইসলাম বুলবুল।