ঘরের মাঠে বহুদিন পর পাকিস্তান বধ, দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ২১:৩৪

আপডেট: ২০ জুলাই, ২০২৫ ২১:৩৬

শেয়ার

ঘরের মাঠে বহুদিন পর পাকিস্তান বধ, দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ
ব্য়াটিংয়ে ইমন। ছবি: সংগৃহীত

মিরপুরে ফিরল পুরনো স্মৃতি। ঘরের মাঠে বহুদিন পর পাকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখে পরাজিত করে চতুর্থবারের মতো এই সংস্করণে তাদের বিপক্ষে জয় পেল টাইগাররা।

 

১৬তম ওভারের তৃতীয় বলে সালমান মির্জাকে চারে বাউন্ডারি মেরে জয়ের বন্দরে পৌঁছে দেন জাকের আলী। ইনিংস শেষ করেন ১০ বলে ১৫ রান নিয়ে। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু এনে দেওয়া পারভেজ হোসেন খেলেছেন ঝড়ো এক ইনিংস, ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার তৃতীয় ফিফটি এবং পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

 

বাংলাদেশ সর্বশেষ ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে এবং ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরেই পাকিস্তানকে হারিয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর আবার ঘরের মাঠেই পাকিস্তান বধ করে টাইগাররা। মাঝখানে ২০২৩ সালের হাংঝু এশিয়াডে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ, কিন্তু সেটা ছিল ভিন্ন আসর।

 

এদিন পুরো ম্যাচেই নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকরা। বোলিংয়ে শৃঙ্খলা, ব্যাটিংয়ে আত্মবিশ্বাস এবং শেষটা রাঙিয়ে দিলো একদম পুরোনো ঢঙে—দর্শকদের সামনে দারুণ এক জয় উপহার দিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।