মুল্ডারকে রেকর্ড ভাঙার পরামর্শ দিয়েছেন লারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৩:৪২

শেয়ার

মুল্ডারকে রেকর্ড ভাঙার পরামর্শ দিয়েছেন লারা
মুল্ডার ও ব্রায়ান লারা। ছবি: সংগৃহীত

বুলাওয়ে টেস্টে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার খেলেছেন এক অবিশ্বাস্য ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন এই অলরাউন্ডার। 

মাত্র ৩৩ রানের জন্য ব্রায়ান লারার রেকর্ড ভাঙ্গেননি এই প্রোটিয়া অধিনায়ক। এ নিয়ে শুরু হয় আলোচনা। মুল্ডার জানিয়েছিলেন, তিনি লারার রেকর্ড ভাঙতে চাননি। 

এ নিয়ে কিংবদন্তী লারা জানিয়েছেন, মুল্ডারের রেকর্ড ভাঙা উচিত ছিলো। রেকর্ড তো ভাঙার জন্য গড়া হয়। পরবর্তীতে সেই সুযোগ আসলে যাতে মুল্ডার দ্বিতীয়বার চিন্তা না করেন সেই পরামর্শও দিয়েছেন লারা।   

দ্যা ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলও অবশ্য মুল্ডারের লারার রেকর্ড না ভাঙাকে বোকামি বলেছেন। গেইল বলেছেন, তার সুযোগ থাকলে সে অবশ্যই ৪০০ রান করতো। যা মুল্ডারের করা উচিত ছিলো।