টানা দুই ওভারে দুই হ্যাট্রিকের রেকর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৩:২৯

শেয়ার

টানা দুই ওভারে দুই হ্যাট্রিকের রেকর্ড
কিশোর কুমার। ছবি: সংগৃহীত

টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক! কিশোর কুমার নামের এক স্পিনার গড়েছেন এই কীর্তি। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেশগ্রেভের বিপক্ষে কিশোর এক ম্যাচে দুটি হ্যাটট্রিক করেন। 

সম্প্রতি ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে এই কীর্তি গড়েন কিশোর। একই ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে একদমই বিরল। এখন পর্যন্ত মোট আটজন বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন। সর্বশেষ মিচেল স্টার্ক ২০১৭ সালে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে তারা কেউই টানা দুই ওভারে এটা করতে পারেননি। 

কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির না হলেও তিনি হ্যাটট্রিক করেছেন একই ইনিংসে, টানা দুই ওভারে। ২১ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন কিশোর। ৬ উইকেটের মধ্যে ৫টিই বোল্ড, বাকিটি ক্যাচ। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান করা কেশগ্রেভ অলআউট হয় ১৩৮ রানে। এই রান কিশোরের দল তাড়া করে জিতেছে ৭ উইকেট হাতে রেখে।