জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করেছে রংপুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৩:১২

শেয়ার

জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করেছে রংপুর
রংপুর রাইডার্স। ছবি: সংগৃহীত

দারুণ জয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শুরু করেছে রংপুর রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়নরা ৮ রানে হারিয়েছে টুর্নামেন্টের স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে। 

গায়ানার প্রভিডেন্স পার্কে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ৫ উইকেটে ১৬২ রান করে। ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ৭.৫ ওভারে ৪৯ রানের জুটি গড়েন। সাইফ ১৮ বলে ১৮ রান করে আউট হন।

পরেই ফিরে যান সৌম্য সরকার। তিনি খেলেন ৩৬ বলে ৩৫ রানের ইনিংস। ৫৫ রানে দ্বিতীয় উইকেট থেকে ৬০ রানে ৪ উইকেট হারায় রংপুর। ৮৬ রানে হারায় দলের পঞ্চম উইকেট। 

তবে কাইল মায়ার্স দারুণ এক ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। তিনি ৩১ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কা আসে। ইফতিখার আহমেদ ২১ বলে ৩৪ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। 

জবাব দিতে নেমে গায়ানা ৫ বল থাকতে ১৫৪ রানে অলআউট হয়। দলটির হয়ে জনসন চার্লস ও মঈন আলী ভালো ব্যাটিং করেন। তবে রংপুরে খেলা বাংলাদেশ দলের পেসার খালেদ আহমেদ দারুণ বোলিং করে তাদের ধসিয়ে দেন। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন। 

রংপুরের হয়ে খালেদ ছাড়াও দারুণ বোলিং করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও তাবরেজ শামসি। আফগান পেস অলরাউন্ডার আজমত ৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। শামসি ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট।