শিরোনাম
.jpg)
সাকিবের নতুন দল দুবাই ক্যাপিটালস। ছবি: দুবাই ক্যাপিটালস ফেইসবুক।
রংপুর রাইডার্স তাঁকে নেয়নি, তবে সাকিব আল হাসানকে ছাড়েনি গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। অর্থাৎ এবার বিপিএল চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ হিসেবেই দেখা যাবে সাকিবকে।
আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হচ্ছে জিএসএল-এর দ্বিতীয় আসর। পাঁচ দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিসট্রিক্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাকিব গত বিপিএলে রংপুরের হয়ে খেলা থেকে সরে দাঁড়ান। সে সুযোগে রংপুরও তাকে এবার বিবেচনায় নেয়নি। তবে দেশের বাইরে আয়োজিত জিএসএলে তাঁর অংশগ্রহণে কোনো বাধা নেই। দুবাই ক্যাপিটালস তাই তাঁকে দলে ভেড়ায় দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের পরিবর্তে।
সাকিব ছাড়াও দুবাইয়ের স্কোয়াডে আছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, নিরোশান ডিকওয়েলা, কাইস আহমেদ, ডমিনিক ড্রেকস, জিসে বুটানসহ আরও অনেক আন্তর্জাতিক অভিজ্ঞ খেলোয়াড়। সাকিব ভক্তদের জন্য তাঁর এই অন্তর্ভুক্তি যেন রংপুরে না পাওয়া ঈদের চাঁদের বিকল্প দেখা—আনন্দ আর প্রত্যাশার সম্মিলন!
আরও পড়ুন: