ম্যান অব দ্য ম্যাচ যখন 'বোলার' গ্লেন ম্যাক্সওয়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৪:০৫

শেয়ার

ম্যান অব দ্য ম্যাচ যখন 'বোলার' গ্লেন ম্যাক্সওয়েল
ম্যাক্সওয়েলের আবেদন ও উল্লাস। ছবি: ওয়াশিংটস ফ্রিডম ফেইসবুক।

একবার নয়, দুবার - ব্যাটিং না করেই ম্যাচসেরা! টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কীর্তি গ্লেন ম্যাক্সওয়েলের পক্ষেই সম্ভব। মেজর লিগ ক্রিকেটে আবারও সেই ‘অ্যাবসলিউটলি লাভিং ইট’ মুহূর্ত উপহার দিলেন তিনি।


শনিবার ফ্লোরিডার লডারহিলে, সিয়াটল ওর্কাসের বিপক্ষে নিজের অফ স্পিনের জাদুতে ওয়াশিংটন ফ্রিডমকে এনে দিলেন আট উইকেটের বড় জয়। অধিনায়ক ম্যাক্সওয়েল নিজে ব্যাটিংয়ে নামতেই হয়নি। বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রানে নিয়েছেন ৩ উইকেট, যার মধ্যে ছিল সিকান্দার রাজা, অ্যারন জোন্স ও কাইল মেয়ার্সের উইকেট।


শুরুটা করেছিলেন সৌরভ নেত্রাভাল্কার। ম্যাচের প্রথম বলেই ফিরিয়েছেন শায়ান জাহাঙ্গিরকে। শেষ দিকে আরেকটি উইকেট নিয়ে তিনিও ম্যাচের সেরা পারফর্মারদের একজন।


সিয়াটল অলআউট ৮২ রানে। একমাত্র ব্যতিক্রম হাইনরিখ ক্লাসেন, যিনি খেলেছেন ৩৯ বলে ৪৮ রানের সাহসী ইনিংস। অন্যরা ছিলেন একেবারেই ছন্দহীন। ১০ ব্যাটার মিলে করেন মাত্র ৩৪ রান! ওয়াশিংটনের সহজ লক্ষ্য তাড়া করতে খুব একটা সময় লাগেনি। রাচিন রাভিন্দ্র ও মুখতার আহমেদের ব্যাটে ৯.২ ওভারেই জয় নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।


এই জয়ে মেজর লিগ ক্রিকেটে ৪৫তম বার ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল, ছুঁয়ে ফেললেন অ্যালেক্স হেলসকে। এই তালিকায় তাদের ওপরে কেবল কিংবদন্তি ক্রিস গেইল (৬০ বার)। ম্যাক্সওয়েল জানিয়ে দিলেন—ব্যাটিং না করেও ম্যাচে দাপট দেখানো যায়, যদি হাতে থাকে বল আর বুকভরা আত্মবিশ্বাস।