প্রেমাদাসার উইকেটে শান্ত-লিটনদের যেভাবে খেলার পরামর্শ দিলেন তামিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৭:০২

আপডেট: ৪ জুলাই, ২০২৫ ১৭:১১

শেয়ার

প্রেমাদাসার উইকেটে শান্ত-লিটনদের যেভাবে খেলার পরামর্শ দিলেন তামিম
সংবাদ সম্মেলনে তানজিদ তামিম। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের এক তৃতীয়াংশের বেশি রান একাই করেছেন তানজিদ হাসান তামিম। পিচে থেকে দেখেছেন শান্ত আর লিটনের আউটের ধরন। এরপর তো ব্যাটিং বিপর্যয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে দলের সেরা ব্যাটার এসেছেন সংবাদ সম্মেলনে। দ্বিতীয় ম্যাচের আগের এ সংবাদ সম্মেলনে কথা বলেছেন খেলার ধরন নিয়ে। কিভাবে খেলতে হবে সেই পরামর্শও দিয়েছেন তামিম। 

প্রেমাদাসার  উইকেটে আগে থিতু হওয়ার উপর জোর দিয়েছেন তানজিদ তামিম। তিনি বলেন, ‘এই উইকেটে যারা সেট হবে তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে। আমাদের একটাই বার্তা থাকবে সামনে ম্যাচে ব্যাটসম্যানের জন্য। নতুন ব্যাটসম্যান যারা উইকেটে যায় তাদের একটু সময় নিয়ে ব্যাটিং করা এবং যারা সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।’

প্রথম ম্যাচের বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে তানজিদ বলেছেন, ‘আমি আর-শান্ত ভাই যেরকম সেট ছিলাম, আমরা যদি আরেকটু থাকতে পারতাম, অন্তত ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বের হয়ে আসত। পরের ব্যাটসম্যানদের কাজও অনেক সহজ হয়ে যেত।’

অবশ্য শুধু ব্যাটিং বিপর্যয় নয়, নিজেদের দুর্ভাগাও ভাবছেন তামিম।  তিনি বলেন, ‘আমরা কিছুটা দুর্ভাগা। ভালো একটা রান আউট করেছে ওরা, ভালো একটা ক্যাচ নিয়েছে। এটা টার্নিং পয়েন্ট ছিল। সেখান থেকে যদি আমরা অন্তত দুটি ৩০-৪০ রানের জুটিও গড়তে পারতাম, ম্যাচটা সহজ হয়ে যেত।’

নিজে ৬২ বলে ৬২ রান করেও অতৃপ্তির কথা জানিয়েছেন তামিম। তার মতে, ‘আমার মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল সেট আমি পূরণ করতে পারিনি। যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে আমি ভালো খেলেছি, দলের জন্য কিছু করতে পেরেছি।’

সিরিজের দ্বিতীয় দ্বিতীয় ওয়ানডের আগে ঘুরেফিরে প্রথম ওয়ানডের বিপর্যয়ের কথা সামনে আসলেও তামিম আশাহত হতে চান না, ‘সিরিজে এখনো আমাদের ফিরে আসার সুযোগ আছে। তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ হয়েছে। পরের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিরে আসতে পারি, আমরা সিরিজে ভালোভাবেই থাকব।’