সাকিব-মাশরাফিরকে নিয়ে মন্তব্য করেছেন জয়াসুরিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ০৯:৫৭

আপডেট: ৪ জুলাই, ২০২৫ ১০:০৮

শেয়ার

সাকিব-মাশরাফিরকে নিয়ে মন্তব্য করেছেন জয়াসুরিরা
সনাৎ জয়াসুরিয়া। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান দেশের বাইরে। মাশরাফি বিন মুর্তজা আত্মগোপনে। গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান। ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেওয়ার পরিণতির চিত্র এটি।

শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের বিভিন্ন দেশে ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেওয়ার উদাহরণ আছে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ সনাৎ জয়াসুরিয়াও আছেন সেই দলে। ২০১০ সালে ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের হয়ে নির্বাচনে জিতে ২০১৫ সাল পর্যন্ত মাতারার সংসদ সদস্য ছিলেন এবং উপমন্ত্রীও হয়েছিলেন জয়াসুরিয়া।

তবে ১০ বছরের বেশি সময় হয়েছে রাজনীতি ছেড়েছেন জয়াসুরিয়া। এই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে এখনো অনুশোচনা করেন শ্রীলঙ্কান গ্রেট। জয়াসুরিয়া বলেছেন, রাজনীতিতে যোগ দেওয়া ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।

ভবিষ্যতে আর রাজনীতি করার ইচ্ছে নেই বলেও জানান জয়াসুরিয়া, ‘সংসদ সদস্য হয়ে অবশ্যই আমি আমার জীবনের সবচেয়ে বাজে কাজটা করেছি। আমি জীবনে আর এটা করব না।’

বাংলাদেশের ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর পরিণতির কথা জানেন জয়াসুরিয়াও। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক লঙ্কান অধিনায়ক বলেন, ‘রাজনীতি আসলে ক্রিকেটারদের কাজ নয়।’

একসময়ের সংসদ সদস্য জয়াসুরিয়া এখন আবার পুরোই ডুবে গেছেন ক্রিকেটে। শ্রীলঙ্কা দল নিয়েই এখন তাঁর সব ধ্যানজ্ঞান। রাজনীতি নিয়ে কথা বলাটাও এখন তাঁর অপছন্দ।