শিরোনাম

৫ উইকেট পাওয়ায় বল নিয়ে মাঠ ছাড়ছেন জাসপ্রিত বুমরাহ। ছবি: সংগৃহীত।
হেডিংলি টেস্টের তৃতীয় দিন ছিল নাটকীয় মোড় আর ব্যাটে-বলে রোমাঞ্চে ভরপুর। একদিকে হ্যারি ব্রুক থেমে গেলেন সেঞ্চুরির এক ধাপ আগে, অন্যদিকে চমৎকার বোলিংয়ে দেশের বাইরে আরও একবার পাঁচ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডকে ৪৬৫ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ভারত ২ উইকেটে ৯০ রানে দিন শেষ করে। প্রথম ইনিংসের ৬ রানের লিড মিলিয়ে ৯৬ রানে এগিয়ে রয়েছে শুবমান গিলের দল। ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল (৪৭*) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান গিল।
তবে দিনটিকে স্মরণীয় করে রেখেছে ব্রুকের ৯৯ রানে থেমে যাওয়া আর বুমরাহর পাঁচ উইকেট। ইংল্যান্ডে এটি বুমরাহর তৃতীয় পাঁচ উইকেট নেওয়ার কীর্তি, আর দেশের বাইরে ১২তম। এর মাধ্যমে দেশের বাইরে টেস্টে ভারতের সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডে কিংবদন্তি কাপিল দেবের পাশে বসেছেন তিনি।
তৃতীয় দিন সকালে ইংল্যান্ড ৩ উইকেটে ২০৯ রান নিয়ে খেলা শুরু করে। আগের দিনের সেঞ্চুরিয়ান অলিভার পোপ শুরুতেই বিদায় নেন। এরপর স্টোকস ও ব্রুক মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও, সিরাজ ও প্রাসিধ কৃষ্ণার দারুণ বোলিংয়ে একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড।
ব্রুক জীবন পেয়েও শতকে পৌঁছাতে পারলেন না। ৯৯ রানে শর্ট বলে হুক খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন তিনি। তার ইনিংসটি ছিল ১১২ বলে ১১ চার ও ২ ছক্কায় সাজানো। হেডিংলিতে ৯৯ রানে আউট হওয়া এটি মাত্র তৃতীয় ঘটনা, আগের দুজন ছিলেন সেলিম মালিক ও মাইকেল আথারটন।
শেষ দিকে ওকস-কার্স মিলে দ্রুত রান তুললেও বুমরাহর ঘূর্ণিতে থামতে হয়েছে ৪৬৫ রানেই।
ভারতের দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল শুরুতেই ফিরলেও রাহুল ও সাই সুদার্শানের ৬৬ রানের জুটিতে গুছিয়ে নেয় দলটি। সুদার্শান ৩০ রানে বিদায় নিলেও রাহুল দারুণ ব্যাট করছেন। বৃষ্টির কারণে কিছুটা আগেই দিনের খেলা শেষ হয়।
চতুর্থ দিনে রাহুল-গিল জুটির হাত ধরে ভারতের লিড কতটা বড় হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৪৭১
ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২০৯/৩) ১০০.৪ ওভারে ৪৬৫ (পোপ ১০৬, ব্রুক ৯৯, স্টোকস ২০, স্মিথ ৪০, ওকস ৩৮, কার্স ২২, টং ১১, বাশির ১*; বুমরাহ ২৪.৪-৫-৮৩-৫, সিরাজ ২৭-০-১২২-২, প্রাসিধ ২০-০-১২৮-৩, জাদেজা ২৩-৪-৬৮-০, শার্দুল ৬-০-৩৮-০)
ভারত ২য় ইনিংস: ২৩.৬ ওভারে ৯০/২ (জয়সওয়াল ৪, রাহুল ৪৭*, সুদার্শান ৩০, গিল ৬*; ওকস ৬-২-১৮-০, কার্স ৫-০-২৭-১, টং ৫-০-১৫-০, বাশির ২.৫-১-১১-০, স্টোকস ৫-১-১৮-১)
আরও পড়ুন: