পাকিস্তানে পা রাখলেন সাকিব, মাঠে নামছেন কবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ১৭:৩৪

আপডেট: ১৮ মে, ২০২৫ ১৬:১৯

শেয়ার

পাকিস্তানে পা রাখলেন সাকিব, মাঠে নামছেন কবে?

সাকিব লাহোর কালান্দার্সের হয়ে খেলতেই পা রাখলেন পাকিস্তানে

প্রায় ছয় মাসের বিরতি শেষে ফের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরু হওয়া পর্বে অংশ নিতে আজ শনিবার ইসলামাবাদে পৌঁছালেন বাংলাদেশের এই তারকাঅলরাউন্ডার। লাহোর কালান্দার্সের হয়ে খেলতেই পা রাখলেন পাকিস্তানে।

সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন কুশাল পেরেরা, ভানুকা রাজাপাকশে ও ডেভিড ওয়ার্নার। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের বাকি অংশে অংশ নিচ্ছেন চারজনই। ফ্র্যাঞ্চাইজিটি শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবসহ বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে পা রাখার খবরটি নিশ্চিত করেছে।


আগামীকাল রোববার রাওয়ালপিন্ডিতে পিএসএলের লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। প্রতিপক্ষ পেশোয়ার জালমি। সেখানেই সাকিবকে একাদশে দেখা যেতে পারে। মূল স্কোয়াডে অন্তর্ভুক্তির পাশাপাশি ম্যাচের আগের দিন দলটির অনুশীলনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সাকিবকে দলে নেওয়া হয়েছে চোটের কারণে ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের জায়গায়। দীর্ঘ বিরতির পর এটিই হতে পারে তার প্রত্যাবর্তনের ম্যাচ। সর্বশেষ তিনি মাঠে নেমেছিলেন ২০২৩ সালের নভেম্বরে, আবুধাবি টি-টেন লিগে।


পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা লাহোরের জন্য এ ম্যাচটি গুরুত্বপূর্ণ। জয় পেলেই নিশ্চিত হবে প্লে-অফ।