র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ভারতের স্মৃতি মান্ধানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৬

শেয়ার

র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ভারতের স্মৃতি মান্ধানা
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ঝলক দেখিয়েই আইসিসি র‍্যাঙ্কিংয়ে পুরস্কার পেলেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ৬৩ বলে ৫৮ রানের ইনিংস খেলে তিনি ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট-সিভার ব্রান্টকে টপকে উঠে গেছেন এক নম্বরে। মঙ্গলবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েই ধরা পড়েছে এ অগ্রগতি।


চন্ডিগড়ে রোববার ভারতের জয়ের ম্যাচে স্মৃতির ব্যাট থেকে আসে কার্যকর ফিফটি। সেই পারফরম্যান্সেই তিনি ৭৩৫ রেটিং পয়েন্ট নিয়ে জায়গা করে নেন শীর্ষে, যেখানে ব্রান্টের সংগ্রহ ৭৩১। এ নিয়ে তৃতীয়বার মেয়েদের ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন বাঁহাতি ওপেনার। ২০১৯ সালের জানুয়ারিতে প্রথম এক নম্বরে উঠেছিলেন তিনি, এরপর এ বছরের জুলাইয়েও স্বাদ পেয়েছিলেন এই সাফল্যের। মাত্র এক মাস পর আবারও ফিরে পেলেন নিজের প্রাপ্য মুকুট।


ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি তিন ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে। একই ম্যাচে অর্ধশতক হাঁকানো অ্যানাবেল সাদারল্যান্ড ও ফিবি লিচফিল্ড যৌথভাবে উঠে গেছেন ২৫ নম্বরে।


অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়েও হয়েছে অদলবদল। অস্ট্রেলিয়ার কিম গার্থ ক্যারিয়ার সেরা চার নম্বরে উঠেছেন, অ্যালানা কিং অবস্থান করছেন পাঁচ নম্বরে। ভারতের অফ স্পিনার স্নেহ রানা পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ তম স্থানে। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের তারকা বোলার সোফি এক্লেস্টোন। সেরা দশে ভারতের একমাত্র প্রতিনিধি দিপ্তী শর্মা, যিনি আছেন সপ্তম স্থানে।