ভারতে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩১

শেয়ার

ভারতে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না পাকিস্তান
পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

গৌহাটিতে আগামী ৩০ সেপ্টেম্বর বসছে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেখানে থাকছে না পাকিস্তান। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, উদ্বোধনী আয়োজনে কোনো খেলোয়াড় বা প্রতিনিধি পাঠাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক সম্পর্কের জটিলতার কারণেই ভারত সফরে অনাগ্রহ দেখিয়েছে তারা।

 

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের নারী বিশ্বকাপ। তবে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করা হবে কেবল কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি দলটি সেমিফাইনাল (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) ওঠে, সেগুলিও অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতেই।

 

রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০০৮ সালের পর ভারত আর পাকিস্তান সফরে যায়নি। একই কারণে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত অংশ নেয়নি, যদিও আয়োজক ছিল পাকিস্তান। এবারও পাকিস্তান শর্ত জুড়ে দিয়েছে, আগামী তিন বছরে তারা ভারতের মাটিতে কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবে না।

 

এবারের বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা শুরু হবে ২ অক্টোবর, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে ভারত–পাকিস্তান লড়াই নির্ধারিত আছে ৫ অক্টোবর। মূল পর্বে জায়গা পেতে পাকিস্তানকে যেতে হয়েছে কোয়ালিফায়ার ঘুরে। ঘরের মাঠে আয়োজিত সেই কোয়ালিফায়ারে টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিতভাবেই তারা জায়গা করে নেয় বিশ্বকাপে।