শিরোনাম

বিশ্বকাপের আগে ছেলেদের সঙ্গে আরও ৩ ম্যাচ খেলবে জ্যোতিরা। ছবি: সংগৃহীত।
নারী ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র ২৮ দিন বাকি। তবে দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রস্তুতির ঘাটতি কাটাতে ভিন্ন পথ খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের খেলার ছন্দে ফেরাতে সম্প্রতি আয়োজন করা হয়েছিল তিন দলের টুর্নামেন্ট, ‘উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ’। যেখানে নারী দলের দুইটি ভাগ করা দলকে হারিয়ে শিরোপা জিতেছে অনূর্ধ্ব–১৫ ছেলেদের দল।
সেই ধারাবাহিকতায় আবারও অনূর্ধ্ব–১৫ ক্রিকেটারদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮, ১১ এবং ১৪ সেপ্টেম্বর হবে প্রস্তুতিমূলক তিনটি ওয়ানডে ম্যাচ। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
নারী বিশ্বকাপ দল ও অনূর্ধ্ব–১৫ ক্রিকেটাররা ৭ সেপ্টেম্বর সিলেটে পৌঁছাবে। ম্যাচ শেষে ১৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসবে দুই দল। রাজধানীতে ফিরেই বিশ্বকাপ স্কোয়াডকে নিয়ে আরও চার দিনের অনুশীলনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এর মধ্যে দুই দিন হবে দিনের আলোতে আর দুই দিন ফ্লাডলাইটের নিচে রাতের অনুশীলন।
সবশেষ প্রস্তুতি শেষ করেই ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ নারী দল।
আরও পড়ুন: