নারী বিশ্বকাপে ছেলেদের চেয়েও বেশি প্রাইজমানির ঘোষণা আইসিসির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৭

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৮

শেয়ার

নারী বিশ্বকাপে ছেলেদের চেয়েও বেশি প্রাইজমানির ঘোষণা আইসিসির
বাংলাদেশ নারী জাতীয় দল। ছবি: সংগৃহীত।

প্রথম দেখায় খবরটা অবিশ্বাস্যই মনে হতে পারে। কিন্তু সত্যিই, আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানির দিক থেকে ইতিহাস গড়েছে আইসিসি। সর্বশেষ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও এবার নারীদের আসরে থাকছে বেশি অর্থ পুরস্কার।

 

আগের নারী বিশ্বকাপের তুলনায় প্রাইজমানি বেড়েছে প্রায় চার গুণ। নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে এবং খেলাটিকে পেশাদার ক্যারিয়ার হিসেবে গ্রহণে মেয়েদের উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এ ঘোষণাকে বলছেন “নারী ক্রিকেটের যাত্রায় এক যুগান্তকারী মাইলফলক।”

 

তিনি আরও যোগ করেন, “নারী-পুরুষ সমান সুযোগ পাওয়ার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপের মাধ্যমে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, যদি নারীরা ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন, তবে তারা পুরুষদের সমান মর্যাদা ও পারিশ্রমিক পাবেন।”

 

সংখ্যার খেলা বলছে, ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার (১২১ কোটি টাকা)। আর এবার নারীদের বিশ্বকাপে থাকছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (১৬৮ কোটি ৩৭ লাখ টাকা)। তুলনায় ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী আসরে প্রাইজমানি ছিল মাত্র ৩.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা।

 

এবার প্রতিটি দল নিশ্চিতভাবেই পাচ্ছে কমপক্ষে আড়াই লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা)। ৭ম ও ৮ম স্থানে থাকা দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার, ৫ম ও ৬ষ্ঠ স্থানে থাকা দল পাবে ৭ লাখ ডলার। গ্রুপ পর্বে প্রতিটি জয়ও যোগ করবে বাড়তি ৩৪ হাজার ৩১৪ ডলার। সেমিফাইনালিস্ট দলগুলো পাবে ১.১২ মিলিয়ন ডলার করে, যা আগেরবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি।

 

ফাইনালিস্টদের জন্য পুরস্কারের ঝাঁপি আরও বড়। রানার-আপ দল এবার পাবে ২.২৪ মিলিয়ন ডলার (২৭ কোটি টাকা), যা আগের আসরের তুলনায় ২৭৩ শতাংশ বেশি। আর চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে সর্বোচ্চ ৪.৪৮ মিলিয়ন ডলার (৫৪ কোটি টাকা)। তুলনা করলে, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার, এবার যা ২৩৯ শতাংশ বেড়েছে।

 

মাসের শেষ দিকেই শুরু হবে এই রঙিন আসর। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে এবারের নারী বিশ্বকাপে। প্রাইজমানির অভূতপূর্ব বৃদ্ধিতে এবার মাঠের লড়াইও আগের যেকোনো সময়ের চেয়ে তীব্র ও উত্তেজনাপূর্ণ হবে বলেই আশা করছেন ক্রিকেট ভক্তরা।