শিরোনাম
.jpg)
অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন বাংলাদেশি স্পিনার সুমনা। ছবি: সংগৃহীত।
সেপ্টেম্বরের শেষ দিকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এই আসরের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড গত সপ্তাহে ঘোষণা করেছে বিসিবি। তবে দলে সুযোগ পাননি স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা, যিনি সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে দলের অন্যতম সেরা বোলার হিসেবে নজর কাড়েন।
গেল এপ্রিলের বাছাইপর্বে সুমনা ৫ ম্যাচে ৯ উইকেট নেন এবং ওভারপ্রতি মাত্র ৪.৪৫ রান খরচ করেন। বিশেষত থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নেওয়া তার ক্যারিয়ারের সেরা বোলিং। এই পারফরম্যান্সের পরও বিশ্বকাপ দলে জায়গা হয়নি, যা সুমনার জন্য মন খারাপের বিষয়। তিনি বলেন, “খারাপ তো অবশ্যই লেগেছে। যদি খারাপ না লাগে, তাহলে তো আমি মানুষই না। চার বছর পরপরই বিশ্বকাপ আসে, প্রতিবছর নয়।”
জানা গেছে, বিশ্বকাপ দলে না থাকায় সুমনা পরবর্তী জাতীয় ক্যাম্পেও থাকছেন না। তিনি অস্ট্রেলিয়ায় ফিরে ক্লাব ক্রিকেটে খেলার পরিকল্পনা করছেন। “আমি আপাতত অস্ট্রেলিয়াতে যাব, ওখানে প্রোপার ক্রিকেট লিগ খেলব। ক্লাবের সঙ্গে কথা হচ্ছে, প্ল্যান করছি পরের মাসের জন্য। এরপর কখন দেশে আসব, সময়ই বলে দেবে।”
কোচিং ক্ষেত্রেও নিজের ভবিষ্যত গড়ে তুলছেন সুমনা। তিনি ইতিমধ্যেই ‘লেভেল টু’ কোচিং সার্টিফিকেট শেষ করেছেন। তবে এখনো সিদ্ধান্ত নেননি কোচ হবেন কি না। তিনি বলেন, “কোর্স শেষ করেছি, কিন্তু কোথায় কোচিং করব বা ক্রিকেটে থাকব কি না সেটা এখনই বলা কঠিন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।”
সুমনার জাতীয় দলের অভিষেক হয়েছিল ২০১৮ সালে। তখন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেন। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান, সেখানকার ক্লাব ক্রিকেটে নাম লেখান এবং সিডনির গ্রেড ক্রিকেট ও জাতীয় নারী ক্রিকেট লিগেও খেলেছেন। ঘরোয়া ক্রিকেটেও তিনি সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন; শেলটেক ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে।
বিশ্বকাপ দলে না থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট ও কোচিংয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া সুমনার জন্য নতুন সুযোগ হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুন: