শিরোনাম

জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস। তারপরও বিশ্বকাপের মূল দলে জায়গা হয়নি তাঁর।
দীর্ঘ বিরতির পর আবার দেশের ক্রিকেটে ফিরেছিলেন নতুন করে আশায় বুক বেঁধে। লাল–সবুজ জার্সি গায়ে জাতীয় দলের হয়ে খেলতেও পেরেছিলেন। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার পরও আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে নির্বাচিত না হওয়ায় এখন সব আশা প্রায় ছেড়ে দিয়েছেন জান্নাতুল। হতাশায় ভুগে ভাবছেন আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ২৩ আগস্ট ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি জান্নাতুলের। অথচ ২৫ বছর বয়সী এই বোলার ছিলেন মে মাস থেকে চলমান জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে।
২০১৬ সালে প্রথম জাতীয় দলে ডাক পান জান্নাতুল, আর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। সে বছর এশিয়া কাপেও খেলেন তিনি। তবে এরপর জাতীয় দলে আর নিয়মিত ছিলেন না।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেলতে চলে যান সিডনিতে। চার বছর খেলেছেন সিডনি ক্রিকেট ক্লাব, ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাব ও ক্যানবেরা রাজ্য দলের হয়ে। এমনকি ২০২০–২১ মৌসুমে ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন, যেখানে জাতীয় দলের ক্রিকেটারদেরও পেছনে ফেলেছিলেন।
গত বছর দেশে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ঢাকা প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বিসিএলের সর্বশেষ আসরেও ৩ ইনিংসে ১৪ উইকেট নিয়ে সেরা বোলার হন। এই সাফল্য তাঁকে ফেরায় জাতীয় দলে।
গত ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজ ও এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে খেলেন জান্নাতুল। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫ ওভারে মাত্র ৭ রান খরচায় নেন ৫ উইকেট। পুরো বাছাইপর্বে ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ বোলার।
তারপরও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া এই স্পিনারের জন্য বড় ধাক্কা। জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণ করলেও বড় মঞ্চে খেলতে না পারার হতাশায় ভেঙে পড়েছেন তিনি।
আরও পড়ুন: