উইমেন্স চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৫ ছেলেরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৮:২৮

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৮:৩১

শেয়ার

উইমেন্স চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৫ ছেলেরা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ছবি: সংগৃহীত।

শেষ মুহূর্তের রোমাঞ্চে ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে ব্যাট হাতে নামলেন ছেলেদের অনূর্ধ্ব–১৫ দলের অধিনায়ক বায়জিদ বোস্তামি। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করে দিলেন শিরোপা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উইমেন’স চ্যালেঞ্জ কাপ শেষ করল অনূর্ধ্ব–১৫ দল।

 

টুর্নামেন্টের শেষ ম্যাচে আজ (২৬ আগস্ট) মেয়েদের সবুজ দলকে হারায় তারা। টুর্নামেন্টের চার ম্যাচে টানা চার জয় তুলে নিয়ে দারুণ উল্লাসে শেষ করল আসর। তবে লড়াইয়ে পিছিয়ে ছিল না মেয়েরাও। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে খেলা এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব–১৫ দলের বিপক্ষে সবচেয়ে বেশি ঘাম ঝরিয়েছিল সবুজরা। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ম্যাচ, কিন্তু রেখে গেছে ইতিবাচক দলীয় ছাপ।

 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তোলে অনূর্ধ্ব–১৫ দল। শুরুটা ছিল ভয়ানক, মাত্র ৪০ রানে ৫ উইকেট হারায় তারা। নাহিদা আক্তার, রাবেয়া খান ও নিশিতা আক্তারের বোলিং তোপে বিপর্যস্ত হয়ে পড়লেও আফ্রিদি তারিক ও আফজাল হোসেন ম্যাচে ফেরান দলকে। ষষ্ঠ উইকেটে দুজনের ৯৮ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আফ্রিদি ৮৩ বলে ৫০ রানে আউট হলেও আফজাল থাকেন অপরাজিত; তার ব্যাট থেকে আসে ১০৩ বলে ৬৭ রান। প্রণব মন্ডল যোগ করেন ১৮ বলে অপরাজিত ২৪।

 

১৮৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে সবুজ দলের শুরুটা ভালো হয়নি। অভিজ্ঞ ফারজানা হক পিংকি দ্রুত বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে শারমিন সুপ্তা ও রুবাইয়া হায়দার ঝিলিক যোগ করেন ৫৬ রান। দুজনের বিদায়ের পর চাপ বাড়লেও নাহিদা ও স্বর্ণা আক্তার চেষ্টা চালান লড়াই টিকিয়ে রাখতে। শেষদিকে ফারজানা ইয়াসমিন ও রাবেয়া খান ছোট ছোট ইনিংসে আশা জাগান।

 

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলে ২ রান এলেও পরের বলে ডট, তৃতীয় বলে আউট রাবেয়া। নতুন ব্যাটার সুলতানা খাতুন পঞ্চম বলে নিলেন ২ রান। কিন্তু শেষ বলে স্টাম্পড হয়ে ম্যাচ গড়াল সুপার ওভারে।

 

সুপার ওভারে ব্যাট করে সবুজ দল তোলে মাত্র ৪ রান। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান বায়জিদ। নিশ্চিত হয় অনূর্ধ্ব–১৫ দলের শিরোপা।

 

ব্যাট হাতে ফিফটি করার পর বল হাতে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন আফ্রিদি তারিক। তার অলরাউন্ড নৈপুণ্যের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।