অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে উড়ে গেল লাল দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৫:১৮

আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ ১৫:১৯

শেয়ার

অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে উড়ে গেল  লাল দল
উইমেন্স চ্যালেঞ্জ কাপের সব ম্যাচেই অনূর্ধ্ব-১৫ ছেলেদের আধিপত্য। ছবি: সংগৃহীত। 

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সারতে নিজেদের মধ্যে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলকে নিয়ে তিন দলের প্রতিযোগিতায় লড়ছে বাংলাদেশ নারী দল। "ওমেন্স চ্যালেঞ্জ কাপ" নামে এই সিরিজের চতুর্থ ম্যাচে আজ বিকেএসপিতে মুখোমুখি হয় বিসিবি নারী লাল দল ও অ-১৫ ছেলেরা। যেখানে কোনো প্রতিরোধই গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

 

প্রথমে ব্যাট করে ২০.৪ ওভারে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় নারী লাল দল। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে, হাতে আরও ২২৯ বল থাকতে স্বচ্ছন্দ জয় তুলে নেয় অনূর্ধ্ব-১৫ বালক দল।

 

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই জয় প্রায় নিশ্চিত করে ফেলেন দুই তরুণ ব্যাটার ইরফান ও ওম। দুজন মিলে যোগ করেন ৪৪ রান। ওম ১৬ রানে বিদায় নিলেও আরেক প্রান্তে দৃঢ় ছিলেন ইরফান। ফাহিম শূন্য রানে ফিরলেও আলিফকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন ইরফান। ইনিংস শেষ করেন অপরাজিত ২৯ রানে, আর আলিফ থাকেন ২ রানে।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যর্থতার মিছিলে হাঁটে নারী লাল দল। ইনিংসের প্রথম ওভারেই ৪ রানে বিদায় নেন ওপেনার ইশমা তানজিম। এরপর দ্বিতীয় উইকেটে শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার যোগ করেন ২৭ রান। তবে শারমিনের বিদায়ের পরই ব্যাটিং ধস নামে লাল শিবিরে।

 

ব্যক্তিগত ১৮ রান করা শারমিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন। তিনে নামা সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ৮ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক জ্যোতি খেলেন ১৪ বল, তাতে মাত্র ১ রান। শেষ চার রানের মধ্যে হারায় ৫টি উইকেট। একসময় এক উইকেটে ৩১ রান তুললেও মুহূর্তেই স্কোরকার্ড নেমে আসে চার উইকেটে ৩১ রানে।

 

অ-১৫ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনেই নেন সমান তিনটি করে উইকেট। অমিত ঝুলিতে ভরেন দুটি এবং মাহিন হোসাইন আলিফ শিকার করেন একটি উইকেট।