শিরোনাম

দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেছেন সুমাইয়া। ছবি: সংগৃহীত।
ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করতে তিন দলের সিরিজে খেলছে বাংলাদেশ নারী দল। এরই অংশ হিসেবে আজ বিকেএসপিতে মুখোমুখি হয় বিসিবি নারী লাল দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্পতেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
মাত্র ২০.৪ ওভারে ৪৯ রানে অলআউট হয় নারী লাল দল। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার শারমিন সুলতানার ব্যাট থেকে। তিনে নেমে ৮ রান করেন সুমাইয়া আক্তার। আর বাকি ব্যাটারদের কারও পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছানো সম্ভব হয়নি।
ম্যাচের শুরু থেকেই ব্যাটিংয়ে দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে লাল দলের। প্রথম ওভারেই মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন ইশমা তানজিম। তবে দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন শারমিন ও সুমাইয়া। দু’জনে মিলে ২৭ রানের জুটি গড়ে দলের হাল ধরেন। কিন্তু ২২ বলে ১৮ রান করা শারমিন অমিত কুমারের বলে বোল্ড হয়ে গেলে আবারও শুরু হয় উইকেট পড়ার মিছিল।
এরপর এক উইকেটে ৩১ রান থেকে স্কোরকার্ড দ্রুত গড়িয়ে যায় চার উইকেটে ৩১ রানে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যর্থ হয়েছেন হতাশাজনকভাবে, ১৪ বল খেলে করেছেন মাত্র ১ রান। শারমিনের পর সুমাইয়াও সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গে পুরো লাল দল ভেঙে পড়ে। শেষ চার রান তুলতেই হারায় আরও ৫টি উইকেট।
শেষ পর্যন্ত ৪৯ রানের বেশি করতে পারেনি নারী লাল দল। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বোলাররা ধারাবাহিক আক্রমণে পুরো ম্যাচেই আধিপত্য দেখায়। অল্প রানের টার্গেট দাঁড় করিয়ে লড়াইয়ের সুযোগও তৈরি করতে পারেনি জ্যোতির দল।
আরও পড়ুন: