বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১৬:৩৮

আপডেট: ২২ আগস্ট, ২০২৫ ১৬:৩৮

শেয়ার

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন
বিশ্বকাপের নতুন সূচি, বদলে গেল বাংলাদেশের ভেন্যু। ছবি: সংগৃহীত।

নারী ওয়ানডে বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে ঘিরে শঙ্কার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু বাদ দিয়ে নতুন ভেন্যু হিসেবে নাভি মুম্বাইকে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, পরিবর্তিত ভেন্যুর সঙ্গে নতুন সূচিও প্রকাশ করা হয়েছে। শুরুতে বেঙ্গালুরুতে সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন আর সেই সম্ভাবনা থাকছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী, পাকিস্তান যদি ফাইনালে না ওঠে তবে শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে। অন্যদিকে, পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি আয়োজিত হবে কলম্বোতে, হাইব্রিড মডেল অনুযায়ী।

 

নতুন সূচিতে লিগ পর্বের তিনটি ম্যাচ ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। এর মধ্যে দুটি ম্যাচ বাংলাদেশের। ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে। এছাড়া, ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচেও একই ভেন্যুতে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

 

এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ২৩ অক্টোবর ভারত ও নিউজিল্যান্ডের দ্বন্দ্বও নাভি মুম্বাইয়ে সরানো হয়েছে। ফলে লিগ পর্বে বাংলাদেশ নারী দলের দুটি বড় ম্যাচ আয়োজন করবে নতুন ভেন্যু।

 

টুর্নামেন্টের সেমিফাইনাল সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তবে ২৯ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। কিন্তু পাকিস্তান সেমির আগেই বিদায় নিলে গৌহাটিতে হবে সেই ম্যাচ। অন্যদিকে, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল আয়োজন করবে নাভি মুম্বাই। সবশেষে, ২ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

 

নাভি মুম্বাইকে অন্তর্ভুক্ত করার ফলে এখন নারী ওয়ানডে বিশ্বকাপে মোট পাঁচটি ভেন্যু থাকছে। এর মধ্যে নাভি মুম্বাই নতুন হলেও বাকি চারটি ভেন্যু, গৌহাটি, বিশাখাপাটনাম, ইন্দোর ও কলম্বো বহাল রয়েছে।

 

বাংলাদেশ নারী দলের জন্য বিশ্বকাপ শুরু হবে আগামী ২ অক্টোবর কলম্বোতে। সেদিন পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে নিগাররা। অন্যদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর, যেখানে গৌহাটিতে মুখোমুখি হবে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা।

 

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি থাকবে বিশেষ করে ২০ ও ২৬ অক্টোবরের ম্যাচে, যেগুলো নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। একদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই, অন্যদিকে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ দ্বন্দ্ব, দুই ম্যাচই বাংলাদেশের জন্য সমান তাৎপর্যপূর্ণ।