শিরোনাম

নারী ক্রিকেটারদের সম্মান দেখানোর আহ্বান জানালেন রুমানা। ছবি: সংগৃহীত।
নারী ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বিকেএসপির মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ নারী লাল দল ও ছেলেদের অনুর্ধ্ব-১৫ জাতীয় দল। লাল দল বড় ব্যবধানে হেরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন শুরু হয় সমালোচনা এবং ট্রলের ঝড়। অনেকেই খেলোয়াড়দের অবমূল্যায়ন করে হাসিঠাট্টা করেন।
এইসব ট্রলের জবাবে ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ। তিনি লেখেন, “আজকের হার কষ্টের, হ্যাঁ, কিন্তু মানুষের প্রতিক্রিয়া আরও কষ্টের। অনেকে ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে হয়েছে। আবার কেউ ট্রল করছে যেন এই মেয়েগুলো আমাদের না, কোনো ভিনদেশি দল। নারী ক্রিকেটারদের জন্য মানুষের কাছে কোনো সম্মান, সহানুভূতি বা দায়বদ্ধতা নেই, শুধুই হাসিঠাট্টা, ট্রল। তারা কি কখনো নারী ক্রিকেটের গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার বা প্রস্তুতি নিয়ে ভাবছে?”
রুমানা স্মরণ করিয়ে দেন, “আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠোর পরিশ্রম করছে। একটি হার দিয়ে সব অস্বীকার করা কি ঠিক? আমাদের সমালোচনা হওয়া উচিত, তবে গঠনমূলক হওয়া উচিত। ট্রল করে বা ছোট করে কাউকে দমিয়ে দিয়ে উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।”
তিনি আরো লেখেন, “নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনো কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিলো কয়েকদিন আগে। এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে, বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। একটা হারেই সব অস্বীকার করা কি ঠিক?”
রুমানার বক্তব্য সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নারী ক্রিকেটের প্রতি দায়িত্বশীল মনোভাব তৈরির আহ্বান জানায়। এই ঘটনা আবারো প্রমাণ করে যে, ক্রিকেট শুধুই খেলা নয়, সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্বও। প্রতিটি হার, প্রতিটি জেতা, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক পরিশ্রমকে সম্মান দেয়ার শিক্ষা দেয়।
আরও পড়ুন: