অনূর্ধ্ব-১৫ দলের দাপুটে জয়, নারী লাল দলের বড় হার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৬:৫২

আপডেট: ২০ আগস্ট, ২০২৫ ১৬:৫৩

শেয়ার

অনূর্ধ্ব-১৫ দলের দাপুটে জয়, নারী লাল দলের বড় হার
অনূর্ধ্ব-১৫ দলের দাপুটে জয়। ছবি: সংগৃহীত।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে সতীর্থদের দ্রুত উইকেট হারালেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ দাঁড় করায়। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর আফজাল হোসেন ও ফাইয়াজ খান ফাহিমের ৫৭ রানের জুটি কিছুটা স্বস্তি ফেরায়। তবে আবারও ধাক্কা খেলে দলটি। ইনিংসের মাঝপথে অধিনায়ক বায়েজিদ বোস্তামি সামনে থেকে নেতৃত্ব দেন। 

 

৮১ বলে ৪৪ রান করেন আফজাল, আর ইনিংস সর্বোচ্চ ৪৬ রান আসে বায়েজিদের ব্যাট থেকে। রিতু মনির বলে আউট হওয়ার আগে দুইটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৮১ রানে থামে অনূর্ধ্ব-১৫ দলের ইনিংস।

 

জবাবে রান তাড়ায় নেমে ভালো শুরু করেছিল নারী লাল দল। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন ইশমা তানজিম (১৬) ও শারমিন সুলতানা (২০)। কিন্তু এরপরেই ধস নামে তাদের ইনিংসে। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকায় কেউই আর বড় ইনিংস খেলতে পারেননি। সুমাইয়া আক্তার ও রিতু মনি কিছুটা লড়াই করলেও বাকিদের ব্যর্থতায় নির্ধারিত লক্ষ্য থেকে অনেক দূরে থেমে যায় দলটি। মাত্র ৯৪ রানেই অলআউট হয় নারী লাল দল।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আলিমুল ইসলাম দারুণ বোলিং করে তিনটি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তরুণ টাইগাররা।